বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

নারী দিবসে শতবর্ষী বালিকা বিদ্যালয় পরিদর্শনে জ্যোতিরা

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ মার্চ ২০২৪, ০০:০০
নারী দিবসে শতবর্ষী বালিকা বিদ্যালয় পরিদর্শনে জ্যোতিরা

আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে ঘটা করে পালিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন প্রতিষ্ঠান এই দিবসটি পালন করে গুরুত্বের সঙ্গে। এবার দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বাংলাদেশ নারী ক্রিকেট দল খুলনার একটি শতবর্ষী বালিকা বিদ্যালয় পরিদর্শন করবে। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয় ১৯১২ সালে। ১১২ বছর বয়সি এই প্রতিষ্ঠানে দুই হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত।

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি'র মিডিয়া বিভাগ। শুক্রবার স্কুলটি পরিদর্শন করবেন নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তাররা।

এ সময় শিক্ষার্থীদের খেলায় মনোযোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন লাল-সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা নারী ক্রিকেটাররা।

কয়দিন পরেই জ্যোতিদের ব্যস্ততা শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ২১ মার্চ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে