প্রথম লেগ জিতে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি দ্বিতীয় লেগেও প্রতিপক্ষকে পাত্তা দিল না আর্লিং হালান্ডদের আরেকটি সেরা দিনে বড় জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওয়ালার দল। বুধবার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে কোপেনহেগেনকে ৩-১ গোলে হারায় ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধান নিয়ে নিশ্চিত করে শেষ আটে নিজেদের জায়গা।
খেলার ৯ মিনিটের মধ্যেই ম্যানুয়েল আকাঞ্জি ও জুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় ম্যানসিটি। ২৯ মিনিটে কোপেনহেগেন এক গোল শোধ করলেও প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোল করে সব উত্তেজনা নিভিয়ে দেন হালান্ড। পুরো ম্যাচে প্রবল দাপট নিয়ে খেলছে ম্যানসিটি। একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছে প্রতিপক্ষের রক্ষণ। পঞ্চম মিনিটে আলভারেজের কর্নার থেকে জটলায় বল পেয়ে ভলিতে জালে জড়ান আকাঞ্জি।
আলভারেস নবম মিনিটে নিজেই গোল করেন। তার নেওয়া কর্নার ধরে রদ্রির হেড বারে লেগে ফেরার পর আলভারেস বল পেয়ে নেন শট। সোজাসুজি শটটি ধরতে ভুল করে বসেন কোপেনহেগেন কিপার। প্রতি আক্রমণ থেকে ২৯ মিনিটে এলিয়োনোসি দারুণ এক গোল শোধ দেন। তবে তাতে লাভ হয়নি। বিরতির ঠিক আগে রদ্রির বাড়ানো বল ধরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে জড়ান হালান্ড। বিরতির পর খেলায় আর তেমন উত্তাপ ছিল না।
সাউদাম্পটনের সাবেক খেলোয়াড় মোহামেদ এলিয়নোসি ২৯তম মিনিটে ড্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে একটি গোল শোধ দেন। তবে সিটির গোলস্কোরিং মেশিন আর্লিং হালান্ড আবারও গোলের ব্যবধান দুইয়ে বাড়ান। হাফটাইমের কয়েক সেকেন্ড আগে নিচু শটে মৌসুমের ২৯তম গোল করেন নরয়ের স্ট্রাইকার। রিকো লুইস ম্যানসিটির হয়ে চতুর্থ গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বল বারে লাগে। ম্যানসিটি কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে যোগ দিল। আগামী ১৫ মার্চ এই চার দলের কোয়ার্টার ফাইনালের ড্র হবে।