হকি লিগ শুরু হবে ৭ মার্চ
প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয় নিয়ে আলোচিত দেশের ঘরোয়া হকি। প্রিমিয়ার হকি লিগ শুরুর সময় নিয়ে শীর্ষ চার ক্লাব ছিল দ্বিধাবিভক্ত। উদ্ভূত পরিস্থিতিতে হকি ফেডারেশন জরুরি সভা ডেকেছিল। সেই জরুরি সভায় ৭ মার্চ বৃহস্পতিবার লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বলেন, 'ফেডারেশনের সভায় ৭ মার্চ লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে। লিগ কমিটির সম্পাদক হিসেবে আমাকে চিঠি দিচ্ছে ফেডারেশন। আমিও ক্লাবগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করব।'
ফেডারেশনের সিদ্ধান্তের প্রতিবাদ ও অমান্য করার নজির রয়েছে হকিতে। ক্লাবগুলো এই সিদ্ধান্ত মানবে তো? এমন প্রশ্নের উত্তরে লিগ কমিটির সম্পাদক বলেন, 'সভায় চার ক্লাবেরই (আবাহনী, মোহামেডান, উষা ও মেরিনার্স) প্রতিনিধি ছিল। খেলার মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা হয়, তেমনই খেলা শেষে কোলাকুলি। মিটিংয়েও তেমনই সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত।'
আবাহনী, মোহামেডান ও উষার দাবি ছিল পূর্বনির্ধারিত ৬ মার্চ লিগ শুরু করার। আর লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্সের দাবি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ৮ মার্চ ফিকশ্চার অনুযায়ী লিগ শুরু করতে হবে। সভায় দুই
পক্ষের কারও দাবিই পূরণ হয়নি।
৬ ও ৮ মার্চের মাঝামাঝি ৭ মার্চ লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
উষা ক্রীড়া চক্রের দাবি ছিল লিগের শুরু থেকেই বিদেশি আম্পায়ার আনার। ৮ মার্চের পরিবর্তে লিগ একদিন এগিয়ে আসায় বিদেশি আম্পায়ার নিয়ে খানিকটা অনিশ্চয়তা রয়েছে। মিটিং সূত্রের খবর, ৭ মার্চ একজন বিদেশি আম্পায়ার আনার চেষ্টা চলবে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স লিগের প্রথম ম্যাচ থেকে বিদেশি আম্পায়ার না আসলে দেশি আম্পায়ার দিয়ে খেলা চালানোর পক্ষে।
তিন বছর পর হকি লিগ শুরু হওয়ার আগেই উত্তাপের আঁচ। দেড় মাসব্যাপী লিগটি কত ঘটনার জন্ম দেয় সেটাই দেখার বিষয়।