শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপের দল গঠনে অভিজ্ঞতা প্রাধান্য দেবে শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক
  ০৬ মার্চ ২০২৪, ০০:০০
বিশ্বকাপের দল গঠনে অভিজ্ঞতা প্রাধান্য দেবে শ্রীলংকা

আসছে জুনে হতে চলা টি২০ বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা প্রকাশ করেছে দ্বীপদেশ শ্রীলংকা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে অভিজ্ঞদের পাঠাতে চায় দেশটি। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।

প্রধান নির্বাচক থারাঙ্গার কথা অনুযায়ী, 'টি২০তে উইকেট নেয়ার মতো কাউকে আমাদের দরকার। সেজন্যই আমরা দুনিথ ওয়ালস্নাগের পরিবর্তে জ্যাফরি ভ্যানডার্সেকে দলে এনেছি। আমাদের মনে হয়েছে টি২০তে জ্যাফরি বেশ আক্রমণাত্মক বোলার।'

২০১৪ বিশ্বকাপজয়ী শ্রীলংকা বাংলাদেশ সফরের জন্য অভিজ্ঞ উইকেটকিপার নিরোশান ডিকেভেলস্নাকে দলে এনেছে। এ সম্পর্কে সাবেক ওপেনার বলেছেন, 'পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরার চোটের কারণে আমরা এমন কাউকে খুঁজছিলাম যে টপঅর্ডারে ব্যাট করতে পারবে। আমরা শেভন ড্যানিয়েল এবং লাসিথ ক্রুসপুল, ডিকেভেলস্নাকে দেখেছি। তাদের মধ্যে প্রথম দুজন বেশ তরুণ। তাদের সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্সের কারণে নির্বাচন করা বেশ কঠিন ছিল।

'আমরা অধিনায়ক, কোচের সঙ্গে কথা বলেছি এবং তারা মনে করেছে ডিকেভেলস্না ভালো হবে। কারণ আমরা টি২০ বিশ্বকাপের জন্য সামনে আগাচ্ছি এবং তার অভিজ্ঞতা বেশ কাজে দেবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে