বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা সমালোচনা। তবে সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে ইতিবাচক কথাও শোনা গেছে। ছিল না বড় ধরনের কোনো বিতর্ক। খেলায় প্রতিদ্বন্দ্বিতা, ধারাভাষ্য থেকে শুরু করে সম্প্রচারের মান বেশ ভালো ছিল এবার। তাই দর্শকও মাঠে এসে উপভোগ করেছে খেলা। দিন কয়েক আগে শেষ হলেও বিপিএলের রেশ আছে এখনো। এরই মধ্যে জানা গেল নতুন খবর।
আগামী ১১তম আসরে আরও চারটি নতুন দল বিপিএলে অংশ নিতে বিসিবির কাছে আবেদনপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। সে ক্ষেত্রে বিপিএলের কলেবর কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিপিএলে নতুন দল হিসেবে খেলতে আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মলিস্নক।
শুরু থেকেই বিপিএল বাকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের থেকে ভিন্ন পথে হেঁটেছে। তাই তো বিপিএলে বাড়ার বদলে উল্টো কমেছে দলের সংখ্যা। অথচ আইপিএলে বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বেড়েছে। এবার অবশ্য বিপিএলেও দলের সংখ্যা বাড়ার সম্ভাবানা দেখা দিয়েছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মলিস্নক নতুন দলের আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি জানান। বিপিএলে অংশগ্রহণের জন্য মোট চারটি নতুন দল আবেদন জানিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ব্যস্ত সূচির কারণে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মলিস্নক।
কোন কোন অঞ্চল থেকে দল গঠনের আবেদন এসেছে তাও জানিয়েছেন মলিস্নক। বিসিবির এই পরিচালক বলেন, 'দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।'