৬ গোলের বড় জয়ে আর্সেনালের ইতিহাস

প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের নেশায় পেয়ে বসেছে যেন আর্সেনালকে। একের পর এক ম্যাচে তারা গোলের মালা পরিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। একই সঙ্গে তাদের জয়রথও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। ধরা দিচ্ছে রেকর্ড। তবে এতেও তারা সন্তুষ্ট নয়। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বললেন, আরও অনেক কিছু অর্জনের ক্ষুধা আছে দলের ভেতর। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার রাতে শেফিল্ড ইউনাইটেডকে তাদের মাঠেই ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এদিনের এই জয়ে ২৭ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে পয়েন্ট তালিকার তিনে। ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি আর ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইটা জমিয়ে রাখতে সব কিছুই করছে আর্সেনাল। সর্বশেষ শেফিল্ডকে ৬-০ গোলে বিধ্বস্ত করে রেকর্ডবুকে নাম লিখিয়েছে তারা। পাশাপাশি লড়াইয়ে টিকে থাকতে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ওপর চাপটাও অব্যাহত রেখেছে। এই তো কিছুদিন আগে ওয়েস্ট হ্যামের মাঠেও তারা জিতেছিল ৬-০ গোলে। প্রতিপক্ষের মাঠে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় ছিল তা। সেই রেকর্ড আবার ছুঁতে খুব অপেক্ষায় থাকতে হলো না তাদের। আর এই দুই জয়ের মাঝে বার্নলির মাঠেও আর্সেনাল জিতেছে ৫-০ গোলে। এই প্রথম কোনো ইংলিশ ক্লাব প্রতিপক্ষের মাঠে টানা তিন ম্যাচে ৫ বা এর বেশি গোলের ব্যবধানে জয়ের কীর্তি গড়ল। চলতি প্রিমিয়ার লিগে টানা সাত জয়ের কৃতিত্বও দেখাল তারা প্রথম দল হিসেবে। পাশাপাশি লিগ শিরোপার লড়াইয়ে লিভারপুর ও ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ত্রিমুখী লড়াইও বজায় থাকল দারুণভাবে।