মেসির কবল থেকে রেহাই নেই রোনালদোর

প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো
দুজন চিরপ্রতিদ্বন্দ্বী। একটা সময় সেরার লড়াইয়ে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। দুজন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তবে এখনো সময়ের সেরা ফুটবলার কে-লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এই বিতর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাইতো মেসির নাম শুনলে ইদানীং তেলেবেগুনে জ্বলে ওঠেন রোনালদো। এমনকি জবাব দিয়ে নানা প্রতিক্রিয়াও দেখান এই পর্তুগিজ তারকা। তাতে যেন মজা পেয়ে বসেছেন প্রতিপক্ষ দলের সমর্থকরা। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকাকে দেখলেই মেসি, মেসি সেস্নাগান দিয়ে রাগানোর চেষ্টা করেন তারা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে ০-১ গোলের ব্যবধানে হেরেছে রোনালদোর ক্লাব আল-নাসর। ম্যাচে মাঝ বিরতির সময় রোনালদো যখন ট্যানেলের দিকে যাচ্ছিলেন তখন প্রতিপক্ষ সমর্থকরা মেসি-মেসি সেস্নাগান দিতে থাকেন। তখন বিস্ময়ে দুই হাত প্রসারিত করে পরে মাথা চেপে ধরেন রোনালদো। যেন বিশ্বাসই করতে পারছেন না বিষয়টা। তবে এতেও ক্ষান্ত হননি আল-বাইন সমর্থকরা। ম্যাচ শেষেও একই কান্ড ঘটান। আবারও যখন টানেলের পথে হাঁটা দেন রোনালদো তখন ফের মেসি, মেসি সেস্নাগান দিতে থাকেন তারা। এবার হাসতে হাসতে মাথা নাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, 'রিয়াদে দেখে নেব।' আল-আইনের বিপক্ষে দারুণ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। ফলে হারতেই হয় আল-নাসরকে। তবে হারলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি তাদের। আগামী ১১ মার্চ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে দল দুটি। এর আগে গত সপ্তাহে রিয়াদ ডার্বিতে আল-শাবাবের বিপক্ষে ম্যাচ শেষে অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুনতে হয় রোনালদোকে। সেই ম্যাচ শেষে আল-শাবাবের সমর্থকরা 'মেসি, মেসি' বলে সেস্নাগান দিতে থাকেন। তখন কানের পেছনে হাত নিয়ে সেই সেস্নাগান শুনছেন এমন ভঙ্গি করে আল-শাবাব সমর্থকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এই পর্তুগিজ তারকা।