'ফুটবলার ও বাস্কেটবল খেলোয়াড়রা সুযোগ নষ্ট করে। তারা শুধু হাসতে থাকে এবং সামনে এগিয়ে যায়। হালান্ড এটিই করেছেন। তার অতীত ভুলে যাওয়ার অবিশ্বাস্য এক ক্ষমতা রয়েছে। দুর্দান্ত খেলোয়াড়দের এভাবেই সংজ্ঞায়িত করা হয়।'
চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর তারকা ফুটবলার আর্লিং হালান্ডকে নিয়ে প্রশংসা ঝরা মন্তব্যগুলো করেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচ সুযোগ নষ্টের ব্যর্থতাগুলো ভুলে ঝেরে ফেলতে সক্ষম হয়ে তার শিষ্যের অবিশ্বাস্য গোলের ক্ষমতা প্রমাণে বেশ আনন্দিত।
প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গার্দিওলা বলেন, 'এই মৌসুমে দল কীভাবে এবং কোথায় গিয়ে শেষ করবে সেটা সিটির উপরই নির্ভর করছে। লিভারপুল, আর্সেনাল, অ্যাস্টন ভিলা কিংবা অন্যান্য প্রতিযোগীরা যা করে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আজ, আগামী বুধবার এবং রোববার জয়ের জন্য আমাদের যা করতে হবে তা আমরা করি। দলটি আসলে কিংবদন্তিতুল্য।'