বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ডার্বিতে ম্যানইউকে উড়িয়ে দিল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত ম্যানসিটির আর্লিং হাল্যান্ড ও ফিল ফোডেন -ওয়েবসাইট

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে একাধিক সুযোগ হাতছাড়ায় হতাশা বাড়ল ম্যানচেস্টার সিটির। তবে দ্বিতীয়ার্ধে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। ফিল ফোডেন ও আর্লিং হাল্যান্ডের নৈপুণ্যে শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে (ম্যানইউ) হারাল তারা। রোববার রাতে ম্যানচেস্টার ডার্বিতে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল ম্যানসিটি।

বিরতির আগে সফরকারী ম্যানইউকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাসর্ যাশফোর্ড। বিরতির পর তার জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার ফোডেনের জোড়া গোলে সমতা টানার পাশাপাশি স্বাগতিক ম্যানসিটি পেয়ে যায় লিড। এরপর যোগ করা সময়ে নরওয়ের স্ট্রাইকার হাল্যান্ড জাল খুঁজে নিলে তাদের জয় নিশ্চিত হয়ে পড়ে। এই জয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনল ম্যানসিটি। দুইয়ে থাকা দলটি অর্জন করেছে ২৭ ম্যাচে ৬২। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট পেয়েছে লিভারপুল। ম্যানইউ ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

খেলার আট মিনিট, মার্কাসর্ যাশফোর্ড রকেট গতির শট নিলেন ছোট ডিবক্সের সামনে থেকে। গোলকিপার এডারসন ঝাঁপিয়ে নাগাল পেলেন না। বল ক্রসবারে আঘাত করে গোললাইন পার হলো। ইতিহাদ স্টেডিয়ামে নিস্তব্ধতা। কেবল ম্যানইউয়ের ভক্তরা উচ্ছ্বাসে মাতলেন। এরপর ইংলিশ ফরোয়ার্ড আরও দুইবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না। দুইবারই বল নিয়ন্ত্রণে নিতে না পারার খেসারত দিলেন। পরে মাশুল গুনতে হলো দলকেও। ম্যানচেস্টার ডার্বির উত্তেজনা শেষে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়ল।

প্রথমেই গোল হজম করলেও ম্যানসিটি হাল ছাড়েনি। প্রথমার্ধে ফডেনের ডান পায়ের একটি শট ম্যানইউ কিপার ওনানা পা দিয়ে ঠেকিয়ে দেন। ম্যানইউর রক্ষণের ফাঁক গলে একবার বল পেয়েছিলেন হাল্যান্ড। কিন্তু তার সাইডফুটের শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পর পুরোদমে ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। ডানপাশ থেকে নেওয়া ফডেনের বাঁ পায়ের শক্তিশালী শট ঠেকানোর কোনো উপায় ছিল না ওনানার। ৫৬তম মিনিটে সমতায় ফেরে ম্যানসিটি। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে জুলিয়ান আলভারেজের বাড়ানো বলে নিচু শটে দলকে এগিয়ে নেন ফডেন। স্টপেজ টাইমে রদ্রি জায়গা খুঁজে পাস দেন হাল্যান্ডকে। ট্রেডমার্ক বাঁ পায়ের ফিনিশিংয়ে তৃতীয় গোল করেন নরওয়ের এই স্ট্রইকার। তাতে ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে