বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

আবার মেসির সঙ্গে খেলার আশায় নেইমার

ক্রীড়া ডেস্ক
  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
আবার মেসির সঙ্গে খেলার আশায় নেইমার

ক্লাব ফুটবলে অর্ধ যুগ একসঙ্গে মাঠ মাতিয়েছেন লিওনেল মেসি ও নেইমার। দুজনের কেউই এখন নেই ইউরোপিয়ান ফুটবলে। মেসি খেলছেন যুক্তরাষ্ট্রে। নেইমার পাড়ি দিয়েছেন সৌদি আরবে। তবে ভবিষ্যতে ফের আর্জেন্টাইন মহাতারকা ও প্রিয় বন্ধুর সঙ্গে একই দলে খেলার আশায় আছেন ব্রাজিলিয়ান তারকা।

২০১৩ থেকে চার বছর বার্সেলোনায় মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন নেইমার। এরপর তিনি যোগ দেন পিএসজিতে। চার বছর পর ফের একসঙ্গে খেলার সুযোগ এসে যায় দুজনের সামনে। ২০২১ সালে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছেড়ে মেসি নাম লেখান পিএসজিতে। প্যারিসে দুজন একসঙ্গে খেলেন দুই বছর। গত জুলাইয়ে মেসি যোগ দেন মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে। পরবর্তীতে দলটিতে নাম লেখান তার সাবেক তিন বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ।

নেইমার গত অগাস্টে যোগ দেন সৌদি প্রো লিগের দল আল হিলালে। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সময় গত অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তিনি। সম্প্র্রতি তাকে দেখা যায় বাহরাইনে চলমান ফর্মুলা গ্র্যান্ড প্রিক্স ওয়ান-এ। সেখানেই এক প্রশ্নে ভবিষ্যতে মেসির সঙ্গে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন ৩২ বছর বয়সি ফরোয়ার্ড,'আমি তো আশা করি, আমরা আবার একসঙ্গে খেলতে পারব। লিও অসাধারণ এক ব্যক্তি। যারা তাকে চেনে, সবাই জানে সে কেমন। যদি সে ইন্টার মায়ামিতে খুশি থাকে, তাহলে আমিও খুশি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে