মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এখন সৌদি আরবের তায়েফ সিটিতে রয়েছে। সেখানে পৌঁছে রোববার রাতে হালকা অনুশীলনও করেছে জামাল ভূঁইয়ারা। কিং ফাহাদ স্পোর্টস সিটিতে বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করেছে। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটি হবে আগামী ২১ মার্চ কুয়েতে ও ২৬ মার্চ ঢাকায়।
ফুটবলারদের হালকা ঠান্ডা ও বাতাসের মধ্যে অনুশীলন করতে হয়েছে। জাতীয় দলের ম্যানেজার আমের খান সৌদি আরব থেকে বলেছেন, 'তায়েফের আবহাওয়া সৌদির অন্য শহর থেকে একটু ভিন্ন। স্থানীয়রা বলছেন সন্ধ্যার দিকে কিছুদিন আগে আরও বেশি ঠান্ডা ছিল। এখন সেই তুলনায় একটু কম।'
কিং ফাহাদ স্পোর্টস সিটির অনুশীলন নিয়ে খুশি বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাববেরা, 'এখানে বেশ সুন্দর পরিবেশ ও অনুশীলন ব্যবস্থা। আমাদের খেলোয়াড়রাও উপভোগ করছে। আজকের (রোববার) অনুশীলন অনেকের জন্য প্রায় সপ্তাহ খানেক পর (প্রিমিয়ার লিগ শেষে বিরতির পর) হয়েছে। আশা করছি, পরিস্থিতির সঙ্গে সবাই খাপ খাইয়ে নিতে পারবে।'
ডিফেন্ডার রহমত মিয়া হালকা ঠান্ডায় অনুশীলন করে বলেছেন, 'এখানকার আবহাওয়া এখন অনেকটা বাংলাদেশের মতো। রাতে হালকা ঠান্ডা পড়ছে। আমরা সবাই ঠিকমতো এখানে এসে পৌঁছেছি, অনুশীলনও হলো। আশা করছি ভালো প্রস্তুতি হবে।'