বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিমরা?

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
বিপিএলে চ্যাম্পিয়ন ট্রফিসহ ফরচুন বরিশালের খেলোয়াড়রা -ওয়েবসাইট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। অধিনায়কত্ব, নিজের পারফরম্যান্স সেই সঙ্গে মাঠে এবং মাঠের বাইরের আচরণে এবারের আসরে নতুন করে ভক্তদের মুগ্ধ করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে মাহমুদউলস্নাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞতাও শিরোপা জয়ের পথে কাজে লেগেছে বরিশালের।

বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান টুর্নামেন্ট চলাকালেই একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন, শিরোপা জিততে পারলে ট্রফি নিয়ে বরিশাল যাবেন। এবার চ্যাম্পিয়ন হওয়ায় ঘোষণাই দিয়ে দিলেন। ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছেন তিনি। ৭ তারিখের পর যে কোনো দিন ট্রফি নিয়ে বরিশাল যাবেন বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের ওই ভিডিওতে ফরচুন বরিশালের মালিক জানান, 'আমাদের সমর্থন করার জন্য ফরচুন বরিশালের সব সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ট্রফি নিয়ে ৭ তারিখের পরপরই যে কোনো একদিন বরিশালে আসছি। আপনারা আমাদের এই উদযাপনের সঙ্গে থাকুন।'

বরিশাল বিভাগের সব জেলার সমর্থককে ট্রফি উদযাপনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, 'বরিশাল বিভাগের সব জেলার সমর্থককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ৭ তারিখের পর আমরা যেই তারিখ দেব ওই তারিখে আপনারা দয়া করে চলে আসবেন।'

গত শুক্রবার বিপিএলের দশম আসরের হাই-ভোল্টেজ ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন কুমিলস্না ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারায় বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সেরা খেলোয়াড় হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলের প্রথম আসর মাঠে গড়ায় ২০১২ সালে। চলতি বছর অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির দশম আসর। গত এক যুগে বিপিএলের মতো অনেক কিছুতে এসেছে পরিবর্তন। পদ্মার পাড়ে লঞ্চ-স্টিমার-ফেরির দাপট কমিয়েছে পদ্মা সেতু। পরিবর্তন এসেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি নামেও।

বরিশাল বার্নার্স থেকে বরিশাল বুলস হয়ে নামে আগে এসেছে ফরচুন। আগের নয় আসরে ছয়বার অংশ নিয়ে তিনবার ফাইনালও খেলেছে তারা। কিন্তু দলটির ভাগ্য বদলায়নি। অবশেষে টুর্নামেন্টটির দশম আসরে তামিম ইকবালের হাত ধরে বিপিএল চ্যাম্পিয়ন হলো বরিশাল।

এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার। টানা তিন জয়ে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছে দলটি। অথচ শুরুর ব্যর্থতায় এ দলটাকেই অনেকে কটাক্ষ করেছেন বুড়োদের দল বলে। সেই বুড়োরাই ইয়াংদের হারিয়ে শিরোপা উন্মাদনায় মেতেছে।

নিজেদের প্রথম শিরোপা জয়ের স্মৃতি অমলিন করতে এবং ঐতিহ্য ধরে রাখতে লঞ্চের ডেকে করে বিপিএলের ট্রফি বরিশালে নেওয়ার পরিকল্পনা করেছেন ফরচুন চেয়ারম্যান মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে