বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীলংকাকেই ফেভারিট ভাবছেন কোচ সিলভারউড

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
শ্রীলংকাকেই ফেভারিট ভাবছেন কোচ সিলভারউড

বিপিএলের ব্যস্ততা শেষে তিন দিনের মাথায় আবারও ক্রিকেটের মাঠে হাজির বাংলাদেশের ক্রিকেটাররা। এবার অবশ্য জাতীয় দলের লাল-সবুজের জার্সিতে মাঠে নামবেন তারা। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।

রোববার সিলেটে সংবাদ সম্মেলনে লঙ্কান দলের কোচ ক্রিস সিলভারউড গণমাধ্যমের সামনে কথা বললেন খোলা মনেই। তার প্রত্যাশা ভাল এক সিরিজের, 'খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দু'টি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে।'

দুই দলেই ভয়ংকর ক্রিকেটার আছে বলে মনে করেন সিলভারউড, 'প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ মজা হবে।'

এই সিরিজে ফেভারিট কে, এমন প্রশ্নের জবাবে লঙ্কার এই কোচ এগিয়ে রাখলেন নিজের দলকেই, 'আমি তো বলব শ্রীলংকাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।'

সিলভারউড নিজ দলের লক্ষ্যের কথাও স্পষ্ট করে দিয়েছেন, 'আমরা আমাদের শক্তির দিকে নজর রাখছি, নিজেদের পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছি। টি২০তে আমরা ভালো করছি, সেই ধারাবাহিকতাটাই রাখতে চাই। একটি দল হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। বিশ্বকাপের আগে আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শ্রীলংকা, শ্রীলংকার মতোই খেলতে চাই।'

সম্প্রতি আম্পায়ারকে বাজে মন্তব্য করায় আইসিসি থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। যে কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচে থাকছেন না হাসারাঙ্গা। তার না থাকা নিয়ে সংবাদ সম্মেলনে ক্রিস সিলভারউড বলেন, 'ওয়ানিন্দু দুই ম্যাচ খেলতে পারবে না। এটা আমাদের মেনে নিয়েই এগোতে হবে। সে তার শাস্তি মেনে নিয়েছে, আমাদের এখন তাকে ছাড়াই খেলতে হবে। তার জায়গায় যে সুযোগ পাবে, তার জন্য নিজেকে প্রমাণের মঞ্চ। বিশ্বকাপের আগে এটা সুবর্ণ সুযোগ।'

হাসারাঙ্গার সঙ্গে থাকছেন না পাথুম নিশাঙ্কাও। সিলভারউড বলেন, 'গত ৭-৮ মাস ধরে শ্রীলংকার টপ অর্ডারে পাথুম নিশাঙ্কা ভীষণ কার্যকরী। তার না থাকা বড় ক্ষতি। ওয়ানডে ও টি২০তে তার দারুণ কিছু ইনিংস আমরা দেখেছি। তাকে আবারও দলে ফিরে পেতে মুখিয়ে আছি। তবে কোনো ক্রিকেটারের অনুপস্থিতি মানেই কিন্তু অন্য ক্রিকেটারের গেম টাইম পাওয়া।'

দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও চিন্তার কিছু দেখছেন না সিলভারউড। দলকে দাঁড় করাতে চান ভালো একটা কম্বিনেশনে, 'সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের নিয়ে একটা ভালো কম্বিনেশন জরুরি। আমাদের দলে ম্যাথিউসও আছে আবার একদম তরুণ ক্রিকেটারও আছে। ব্যাপারটা এক্সাইটিং।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে