বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলেও ফুসরত নেই ক্রিকেটারদের। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ টাইগারদের। আর এই সিরিজের আগে নতুন করে ব্যাটিং, বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে নতুন করে ট্রেইনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইফতেখার ইসলাম ইফতি।
বাংলাদেশের এই ট্রেইনার নিয়মিত মুখ। জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা প্রথম হলেও বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তার আছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'এই সিরিজের জন্য আমরা ইফতিকে নিয়োগ দিয়েছি। সে পরীক্ষিত, বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে তার।' এর আগে বাংলাদেশ দলের হয়ে এই পদে সবশেষ ছিলেন বিদেশি নিক লি। নতুন করে শান্ত-হৃদয়দের দায়িত্ব দেওয়া হয়েছে ইফতিকে। তবে কতদিনের জন্য সেটি জানা যায়নি। আর এইচপির প্রান কোচ ডেভিড হেম্প ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। তিনি দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচের।