কুমিলস্না ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে বরাবরে মতো এবারও ছিল বড় বড় নাম। আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনিল নারাইন, জনসন চার্লস প্রমুখ। আগে এই তারকারা কুমিলস্নাকে বড় সাফল্য এনে দিলেও এবার তারা ব্যর্থ। বিদেশি এই তারকাদের ব্যর্থতার প্রভাব টের পেয়েছে কুমিলস্না। তাদের নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ার আক্ষেপে পুড়লেন কুমিলস্নার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
বিপিএলের ফাইনালে শুক্রবার রাতে কুমিলস্নাকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাটিং পেয়ে স্রেফ ১৫৪ রান করতে পারে কুমিলস্না। ওই রান ৬ বল আগেই পেরিয়ে যায় বরিশাল। ওপেনিংয়ে নেমে নারাইন ৪ বলে করেন ৫ রান। চারে নেমে জনসন চার্লস ১৭ বল খুইয়ে করেন ১৫। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ মঈন রান আউটে কাটা পড়েন ৬ বলে ৩ রান করে। রাসেল নেমে ঝড় তুললেও শেষ ওভারে প্রত্যাশিত রান করতে পারেননি।
গত আসরের ফাইনালে দলের জয়ের নায়ক ছিলেন চার্লস। এবার একটাও ফিফটি আসেনি তার ব্যাটে। শুরুর দিকে মোহাম্মদ রিজওয়ানকে নিয়েও হতাশ হয় কুমিলস্না। ইংল্যান্ডের উইল জ্যাকস এসে দারুণ খেললেও তাকে পেস্ন অফে আর পায়নি কুমিলস্না।
টানা দুই শিরোপা ও সব মিলিয়ে চারবার চ্যাম্পিয়ন কুমিলস্না প্রথম ফাইনাল হারের কষ্ট টের পায়। পরে সংবাদ সম্মেলনে বিদেশিদের পারফর্ম না করার হতাশা প্রকাশ করেন কুমিলস্নার কোচ সালাউদ্দিন, 'আমাদের বিদেশিরা সেভাবে পারফর্ম করতে পারেনি। যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা হয়নি। এমনটা হতেই পারে। তবে স্থানীয়দের নিয়ে আমি খুশি। জেতার জন্য তাদের যে মন মানসিকতা সেটা ঠিক ছিল। এই ইতিবাচকটা নেওয়া যায়।'
বিদেশিরা পারফর্ম না করায় চূড়ান্ত সাফল্য না পেতে প্রভাব পড়ার কথা স্বীকার করেন কুমিলস্নার কোচ, 'কিছুটা তো প্রভাব পড়েছেই। সাধারণত তাদের মধ্য থেকে এক-দুইজন পারফর্ম করলেও কিন্তু ভালো হতো। যেটা তাদের কাছ থেকে আমরা আশা করি। চেষ্টা করব সামনের বছর যেন আরও শক্তভাবে ফিরতে পারি।'
বিপিএলের ফাইনালে হারের পেছনে ব্যাটিং ও বোলিং দুই পাওয়ার পেস্নর খেলাকে দায় দেন সালাউদ্দিন। ব্যাটিংয়ে পাওয়ার পেস্নতে ৪৩ রান তুলে ৬ উইকেট হারিয়ে ফেলে কুমিলস্না। বোলিংয়ে প্রথম ৬ ওভারে দিয়ে দেয় ৫৯ রান, নিতে পারেনি কোনো উইকেট, 'আমরা দু'টি পাওয়ার পেস্নতে ভালো খেলেনি। ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারিনি। ফাইনাল ম্যাচে তো জিততে হলে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা চাপের মাঝে ছিলাম। দু'টি পাওয়ার পেস্নতে ভালো না খেলায় ম্যাচ হেওে গেছি।'