বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

নিষেধাজ্ঞার রায়ে বিস্মিত ও মর্মাহত পগবা

ক্রীড়া ডেস্ক
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
নিষেধাজ্ঞার রায়ে বিস্মিত ও মর্মাহত পগবা

নিষিদ্ধ ড্রাগ গ্রহণের অপরাধে ফুটবলে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্রান্স ও জুভেন্টাস মিডফিল্ডার পল পগবা। প্রাথমিকভাবে গত সেপ্টেম্বরে ইতালির অ্যান্টি ডোপিং ট্রাইবু্যনাল কর্তৃক সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন। ডিসেম্বরেই তার অপরাধের জন্য সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞার শাস্তির আবেদন করেন ইতালিয়ান প্রসিকিউটররা।

গত বছর উদিনিসের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের পর ডোপ টেস্টে পজিটিভ হন তিনি। ম্যাচটা যদিও তিনি খেলেননি। বেঞ্চে বসেছিলেন। ডোপিংয়ের দায়ে চার বছরের নিষেধাজ্ঞা পাওয়াটা মানতে পারছেন না পগবা। বলেছেন, এই খবর শুনে তার হৃদয় ভেঙে গেছে। ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইবু্যনালের দেওয়া এই রায় ভুল বলে মনে করছেন জুভেন্টাসের এই ফরাসি মিডফিল্ডার।

এক বিবৃবিতে পগবা জানিয়েছেন, শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন। জোর দিয়ে বলেছেন, তিনি নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করেননি, 'আমি আজকেই ট্রাইবু্যনালের সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছি। আমার বিশ্বাস রায়টি সঠিক নয়। আমি খুবই দুঃখিত, বিস্মিত ও মর্মাহত এই কারণে যে পেশাদার ক্যারিয়ারে যা কিছু গড়েছি, সব কিছু কেড়ে নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেছেন, 'যখন আমি আইনগত বিধিনিষেধ থেকে মুক্ত হব, মূল ঘটনা পরিষ্কার হবে। তবে আমি কখনো জেনে বা ইচ্ছাকৃতভাবে সাপিস্নমেন্ট; যা অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙে, সেটা নেইনি। একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে আমার পারফরম্যান্স বাড়ানোর জন্য কখনই কিছু করব না। আমি যে দলগুলোর হয়ে বা বিপক্ষে খেলেছি তাদের কোনো সতীর্থ ক্রীড়াবিদ ও সমর্থকদের অসম্মান বা তাদের সঙ্গে প্রতারণা করিনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে