দুই ভাইয়ের গোলে কপাল পুড়ল অ্যাটলেটিকোর
প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
সাত মৌসুমে প্রথমবার কোপা দেল রের সেমিফাইনালে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১০ বারের চ্যাম্পিয়নরা ২০১৩ সালের পর প্রথম কোনো ট্রফি জয়ের স্বপ্নও দেখছিল তারা। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে দিলেন অ্যাথলেটিক বিলআওয়ের দুই ভাই ইনাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামস। বৃহস্পতিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিল অ্যাথলেটিক বিলবাও। ৪-০ গোলের অগ্রগামিতায় পাঁচ বছরে তৃতীয়বার এই কাপ টুর্নামেন্টের ফাইনালে তারা। এনিয়ে পাঁচ মৌসুমে তৃতীয়বার কোপার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল বিলবাও।
অ্যাথলেটিকের হয়ে স্কোরশিটে আরও নাম লিখিয়েছে গোরকা গুরুজেতা। ইনাকি ও নিকো একে-অপরকে গোল করতে সহায়তা করেন। তিন সপ্তাহ আগে অ্যাটলেটিকো মাদ্রিদে প্রথম লেগের ম্যাচে বিলবাও ১-০ গোলে জয়ী হয়েছিল। আগামী ৬ এপ্রিল সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে মায়োর্কার মোকাবিলা করবে অ্যাথলেটিক বিলবাও। মঙ্গলবার আরেক সেমিফাইনালে পেনাল্টিতে রিয়াল সোসিয়েদাদকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে মায়োর্কা। ম্যাচ শেষে নিকো বলেছেন, 'ইনাকি ও আমার মধ্যে বোঝাপড়াটা দারুন। এই জয় আমরা ঘানায় আমাদের বাবা-মাকে উৎস্বর্গ করতে চাই। ঘানায় নিশ্চিতভাবেই পার্টি হচ্ছে।'
নিকো ও উইলিয়ামসের বাবা-মা দুজনেই ঘানার নাগরিক। দুই ভাইয়ের জন্মের আগে তারা স্পেনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কৃষ্ণাঙ্গ হিসেবে অ্যাথলেটিক বিলবাওতে খেলার সুযোগ খুব কম খেলোয়াড়ই পেয়েছে। ইনাকি বলেন, 'নিকো ও আমি এই ধরনের উদযাপন খুব একটা বেশি করতে পারিনি। এদিনের রাতটা শুধুই আমাদের, আমরা সত্যিই দারুণ গর্বিত।'
কাউন্টার অ্যাটাক থেকে অ্যাটলেটিকোর সর্বনাশ করে দেয় আর্নেস্তো ভালভার্দের দল। ১৩তম মিনিটে ভাইয়ের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোলমুখ খোলেন ইনাকি। উপকারের প্রতিদান দিতে ভোলেননি বড়ভাই। ৪২তম মিনিটে নিকোকে দিয়ে গোল করান ইনাকি। আর তাইতো খেলা শেষে নিকো বলেছেন, 'আমাদের বন্ধন সত্যি এবং সেটা ভালোভাবে কাজ করছে। আমরা একে-অন্যকে বুঝি। আমি আনন্দিত। ফাইনালে ওঠা স্বপ্ন এবং সেটা আমাদের ভক্তদের সামনে করতে পারা সবসময় চমৎকার। আশা করি অ্যাথলেটিক বিলবাও ফাইনাল জিতবে।'
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে বিলবাও। ৬১ মিনিটে ফিরে আসা বল জালে জড়ান গোর্কা গুরুজেতা। ম্যাচের শুরুতে ভক্তদের নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল। কাছের একটি পানশালায় স্বাগতিক সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে একজন আহত হন বলে জানান অ্যাটলেটিক সমর্থক গোষ্ঠী। দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। গ্যালারির এক অ্যাথলেটিক সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রম্নত স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। স্প্যানিশ মিডিয়া পরে জানায়, তার অবস্থা গুরুতর নয়।