বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

জয় দিয়েই শুরুর প্রত্যাশা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
জয় দিয়েই শুরুর প্রত্যাশা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের প্রথম ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর আনফা কমপেস্নক্সে বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা। হোম ভেনু্য আর দর্শকদের সমর্থন বাড়তি আত্মবিশ্বাস জোগাবে নেপালের মেয়েদের। তবে জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরাও। বাংলাদেশের কোচ সাইফুল বারি টিটুর অভিমত টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়াতে ফাইনালে পৌঁছাতে এই প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না তিনিও।

টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার সকালে ম্যাচ ভেনু্য আনফা কমপেস্নক্সে প্রায় দেড় ঘণ্টার কঠোর অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারি টিটু বলেন, 'টুর্নামেন্টের প্রথম ম্যাচটা জেতা খুব জরুরি। বিশেষত যে ফরম্যাটে টুর্নামেন্ট হচ্ছে, যেটা অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টেও ছিল। প্রথম ম্যাচটা জিততে পারলে ফাইনালে এক পা দিয়ে রাখা যাবে। যেহেতু নেপাল স্বাগতিক দল। গ্যালারিতে দর্শকদের ক্রাউড থাকবে। সেই চাপটা আমরা কিভাবে সামাল দেব, কিভাবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলব সেটা থাকবে আমাদের টার্গেট। আগামীকাল (আজ) ৩টার আগে পর্যন্ত আমরা সেই সময়টা পাচ্ছি। এর মধ্যে মেয়েদের তৈরি করতে হবে।'

দলের অন্যতম ফুটবলার সাথী বলেন, 'আমরা দলের সবাই ভালো আছি সুস্থ আছি। আগামীকালের ম্যাচটা আমরা ইনশালস্নাহ জয়ের লক্ষ্যেই মাঠে নামব এবং জিতব। আমাদের প্রস্তুতি ভালো। আমরা চেষ্টা করব নিজেদের সর্বোচ্চটা দিতে।'

নেপালের আবহাওয়া ম্যাচের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে এই রাইট উইঙ্গার বলেন, 'এখানের আবহাওয়ার প্রভাব কিছুটা পড়বে। কারণ নেপালে প্রথম আসা। এখানে শ্বাস-প্রশ্বাসের একটু সমস্যা হচ্ছে।'

দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুও জয় পেতে আত্মবিশ্বাসী, 'দলের অবস্থা খুব ভালো। মেয়েরা সবাই সুস্থ আছে। তাদের মনোবল অনেক চাঙ্গা। আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু নেপালের হোম ম্যাচ প্রচুর দর্শক গ্যালারিতে উপস্থিত থাকবে। তাদের বিপক্ষে আমাদের মেয়েরা খেলবে। আমাদের মেয়েদের আমরা বোঝানোর চেষ্টা করেছি। এবং তাদের সেই আত্মবিশ্বাসটা আছে নেপালকে হারিয়ে দেওয়ার। তাদের প্রতিহত করে জয়লাভ করেই আমরা মাঠ থেকে যাব ইনশালস্নাহ।'

অনভিজ্ঞ দল নিয়েই নেপালে গিয়েছেন টিটু। তাই এই টুর্নামেন্টের শিরোপা জিতে আসাটা বড় চ্যালেঞ্জ তার জন্য। ২৩ জনের দলে স্বপ্না আক্তার জিলি, অর্পিতা বিশ্বাস, অনন্যা মারমা, থুইনু মারমা, সুরভী আকন্দ প্রীতি ও আরিফা আক্তারের এএফসি ও সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা আছে। বাকিরা এসেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন জেলা থেকে। এ মাসের শুরুতে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা থাকায় অনূর্ধ্ব-১৬ দলটি নিয়ে তেমন কাজও করতে পারেননি টিটু। নেপালের পর ৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রম্নপের শেষ ম্যাচে ৮ মার্চ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সাফের বয়সভিত্তিক এই আসরের ফাইনাল হবে ১০ মার্চ। শিরোপা লড়াই করবে গ্রম্নপের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে