নারী সাফের পর্দা উঠছে আজ
প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনে নেপালের কাঠমান্ডুর আনফা কমপেস্নক্সে বিকাল ৩টায় ভারতের মুখোমুখি হবে ভুটান। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে চার দল এরা হলো : বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
টুর্নামেন্ট আজ থেকে শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামীকাল (শনিবার) থেকে। প্রতিদিন একটি করে ম্যাচ হবে ২ মার্চ বাংলাদেশ প্রথম ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে ৪ মার্চ ভুটানের বিপক্ষে খেলবে নেপাল। ৫ মার্চ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ৬ মার্চ বিরতি দিয়ে ৭ মার্চ মুখোমুখি হবে নেপাল-ভারত। ৮ মার্চ আবারও মাঠে নামবে বাংলাদেশ। সেদিন সাইফুল বারি টিটুর শিষ্যদের প্রতিপক্ষ ভুটান। গ্রম্নপ পর্বের ম্যাচ শেষে গ্রম্নপের সেরা দুই দল ১০ মার্চ ফাইনাল খেলবে। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের আগের পাঁচটি আসরের মধ্যে চারটি হয়েছিল অনূর্ধ্ব-১৫ বছর বয়সিদের নিয়ে; একটি অনূর্ধ্ব-১৭ বয়সিদের নিয়ে। এই টুর্নামেন্টে বাংলাদেশের সব থেকে বড় সাফল্য ২০১৭ সালে (অনূর্ধ্ব ১৫) চ্যাম্পিয়ন হওয়া। গত বছর টুর্নামেন্টটি হয়েছিল অনূর্ধ্ব-১৭ বছর বয়সিদের নিয়ে। যেখানে ফাইনালে অতিথি দল রাশিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।