আরও একটি শিরোপার মিশন বাংলাদেশের সামনে

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপাল পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দল -বাফুফে
অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াতে যাচ্ছে শুক্রবার থেকে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে টুর্নামেন্টে অংশ নিতে বুধবার সকাল ১০.১৫ মিনিটে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। দুপুর ১২টায় নেপাল পৌঁছায় সাইফুল বারি টিটু ও তার শিষ্যরা। দলের সবাই সুস্থ আছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রস্তুতির ঘাটতি রয়েছে, তাই ওইদিন কাঠমান্ডু পৌঁছেই বিকালে অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের আগের পাঁচটি আসরের মধ্যে চারটি হয়েছিল অনূর্ধ্ব-১৫ বছর বয়সিদের নিয়ে; একটি অনূর্ধ্ব-১৭ বয়সিদের নিয়ে। নেপালের কাঠমান্ডুতে এবার হবে অনূর্ধ্ব-১৬ বয়স ক্যাটাগরিতে। যদিও অনভিজ্ঞ দল নিয়ে নেপাল গিয়েছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু, তবে চ্যালেঞ্জ জিততে আশাবাদী তিনি। আগামী ১ মার্চ থেকে আসরটি শুরু হয়ে শেষ হবে ১০ মার্চ। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান- এই চার দল রাউন্ড রবিন লিগে খেলার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে। ২ মার্চ বাংলাদেশ প্রথম ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। পরের ম্যাচ ৫ মার্চ, যেখানে প্রতিপক্ষ ভারত। ৮ মার্চ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫ ও ১৭-এর হিসাবে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৭ সালে পাওয়া। সেবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেয়েরা। অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে পরের তিন আসরে রানার্সআপ বাংলাদেশ। গত বছর অনূর্ধ্ব-১৭ বছর বয়সিদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় অতিথি দল রাশিয়া হয়েছিল চ্যাম্পিয়ন; রানার্সআপ বাংলাদেশ।