রেকর্ড ছোঁয়া টেস্ট হার মানিয়েছিল থ্রিলার সিনেমাকেও

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়াগনারের বোলিং তোপে নাটকীয় জয় পায় নিউজিল্যান্ড -ওয়েবসাইট
গত বছর টেস্ট ক্রিকেটে নানা সফলতা পেয়েছে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলেও, কয়েকটি নাটকীয় টেস্ট জয়ের সাক্ষী হয়েছে উইলিয়ামসন-সাউদিরা। তার মধ্যে একটি ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট। গত বছর এই দিনে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। পাশাপাশি কয়েকটি রেকর্ডও গড়ে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জয়ের পাশাপাশি দুইটি রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দল হিসেবে ১ রানে জয় পায় তারা। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও টেস্টে মাত্র চতুর্থবার ফলোঅনে পড়ে টেস্ট জয়ের রেকর্ড দেখেছে পুরো বিশ্ব। এর আগে ইংল্যান্ড দুইবার ও ভারত একবার ফলোঅনে পড়ে ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করে ৪৩৫ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২০৯ রানেই গুটিয়ে যায় কিউইরা। এরপর তাদের ফলোঅনে ফেলে ইংল্যান্ড। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে কেইন উইলিয়ামসনের শতকের উপর ভর করে ৪৮৩ রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা। যাতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৮। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে-শুনে খেলতে থাকে ইংল্যান্ড। ভালোভাবেই জয়ের দিকে এগোচ্ছিল তারা। তবে হঠাৎ সবকিছু ওলটপালট করে ফেলেন কিউই পেসার নিল ওয়াগনার। জয়ের জন্য তখন ৫৭ রান দরকার ইংল্যান্ডের আর হাতে আছে ৫ উইকেট। তবে সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন ওয়াগনার। প্রথমে স্টোকস, এরপর শতকের খুব কাছে থাকা জো রুটকে আউট করেন বাঁহাতি এই পেসার। এরপর ব্রড ও ফোকসকে আউট করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় নিউজিল্যান্ড। যখন মাত্র ৭ রান প্রয়োজন ইংল্যান্ডের, তখন ক্রিজে ব্যাটিং করছেন জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ। দলকে জেতাতে এই দুই ব্যাটার বেশ চেষ্টা করেন। ওয়াগনারের এক বলে চার মেরে ম্যাচটা এবার নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইংল্যান্ড। তখন মনে হচ্ছিল, এই ম্যাচ আর জিততে পারবে না কিউইরা। তবে কে জানত এর পরের বলেই যে ম্যাচ নির্ধারিত হয়ে যাবে। ওয়াগনারের করা গুড লেন্থের বল ব্যাটে লাগিয়ে লেগ সাইডে মারতে যান অ্যান্ডারসন। তবে তা ব্যাটের কোনায় লেগে উইকেটরক্ষকের গস্নাভসে আটকা পড়ে। আর এতেই উলস্নাসে মাতে নিউজিল্যান্ড। নিশ্চিত হারতে থাকা ম্যাচটি জিতে নেয় তারা। পাশাপাশি টেস্ট সিরিজটি ড্র করে স্বাগতিকরা। প্রথম টেস্ট ম্যাচটি ইংল্যান্ড জিতেছিল ২৬৭ রানে।