সেমিফাইনালে আজ মুখোমুখি মোহামেডান-আবাহনী
প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ক্লাব কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার হবে দু'টি সেমিফাইনাল। বিকাল ৪টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংসের মুখোমুখি হবে ঊষা ক্রীড়া চক্র। দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী লিমিটেড খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে, হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ মার্চ।
মঙ্গলবার গ্রম্নপের শেষ ম্যাচে টার্ফে নামার আগেই আবাহনীর কাছে সমীকরণ পরিষ্কার হয়েছিল, ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন হলে তাদের সেমিফাইনালে মোকাবিলা করতে হবে মোহামেডানকে। মঙ্গলবার রাতে ঊষাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে আবাহনী গ্রম্নপসেরা হয়। আবাহনী ও ঊষা দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগে।
মঙ্গলবার আবাহনী-ঊষার গ্রম্নপ সেরা হওয়ার লড়াইয়ের প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। ৩১ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৫ মিনিটে আব্রাহাম বেলিমঙ্গারের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এর ২ মিনিট পর যুবরাজ বাল্মিকীর ফিল্ড গোলে আবাহনী ব্যবধান বাড়িয়ে ৩-০ করে। ৪০ মিনিটে মাহবুব হোসেনের ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে ৩-১ এ নামিয়ে আনে ঊষা। ৪৩ মিনিটে পিসি থেকে গোল করে আবাহনীকে আরও এগিয়ে দেন আশরাফুল ইসলাম। ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় ঊষা। গোল করেন মাহবুব হোসেন (৪-২)। ৫১ মিনিটে আবাহনী আব্রাহাম ও ৫৫ মিনিটে ফরহাদ আহমেদ সিটুল গোল করলে ৬-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশি-নীলরা।