শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সেঞ্চুরি হাঁকিয়েই ৩১ লাখ টাকার গাড়ি পেলেন বাবর!

ক্রীড়া ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সেঞ্চুরি হাঁকিয়েই ৩১ লাখ টাকার গাড়ি পেলেন বাবর!

দিন কয়েক আগেই দ্রম্নততম ১০ হাজার টি২০ রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। পাকিস্তানি তারকা চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) উড়ছেন। গত সোমবার জন্মশহর লাহোরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে হাঁকিয়েছেন সেঞ্চুরি। এতে তার দলও পেয়েছে আট রানের জয়। আর ম্যাচ জেতানো সেঞ্চুরির কারণে দারুণ সুখবরও পেয়েছেন বাবর।

গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদের বিপক্ষে মাত্র ৬৩ বলে ১১১ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর। টি২০ ক্যারিয়ারে এটি তার ১১ নম্বর সেঞ্চুরি। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান বাবর। কেবল ম্যাচসেরার পুরস্কারই পাননি তিনি। সেঞ্চুরি হাঁকানোয় পেশাওয়ার জালমির মালিক জাবেদ আফ্রিদিও পুরস্কৃত করেছেন বাবরকে। সেটা যেনতেন পুরস্কার নয়। নিজ দেশ পাকিস্তানে তৈরি 'এমজি' ব্র্যান্ডের গাড়ি উপহার দেন। যেটা পাকিস্তানিদের মধ্যে বাবর আজমই প্রথম চালাবেন। অর্থাৎ বাবরের আগে এই গাড়ি কেউ পায়নি এখনো। এমনকি কিনতেও পারেনি। এবার পিএসএলে জালমির শুরুটা হয়েছিল বাজে। প্রথম দুই ম্যাচেই হার দেখে তারা। তবে পরের তিন ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। আর এই ঘুরে দাঁড়ানোয় বড় অবদান বাবরেরই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে