অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছিলেন বরিশাল কোচ!
প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের এলিমিনেটরে চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল। এতে রংপুরের বিপক্ষে জয় পেলে ফাইনালের টিকিট পাবে তামিম ইকবালের দল। আজ বুধবার রংপুরের মুখোমুখি হবে বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ফরচুন বরিশালের কোচ ডেভ হোয়াটমোর।
অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর ভর করেই এ পর্যন্ত এসেছে বরিশাল। তামিম, মুশফিক, মাহমুদউলস্নাহ ছাড়াও সৌম্য, আহমেদ শেহজাদও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বোলিং বিভাগে বরিশালের সবচেয়ে সফল মোহাম্মদ সাইফউদ্দিন। কোচের মতে, সাইফউদ্দিন আসাতে দলের অবস্থা বদলে গেছে। হোয়াটমোর বলেন, 'বরিশাল অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছিল। সেটার প্রতিফলন পেয়েছি আমরা। বরিশালের শুরুর দিকে বোলিংয়ে কিছুটা ঘাটতি ছিল। সাইফউদ্দিন আমাদের জায়গাটা বদলে দিয়েছে।'
এদিকে টি২০তে দেশীয় ক্রিকেটারদের স্ট্রাইক রেট নিয়ে বারবার কথা হয়। এবারের বিপিএলেও দেশীয় ক্রিকেটারদের স্ট্রাইক রেট তেমনটা আহামরি নয়। বরিশালের তামিম-মুশফিকের স্ট্রাইকরেট তেমনটা ভালো না হলেও দলের চাহিদা যে এটাই তাই জানিয়েছেন বরিশালের কোচ। হোয়াটমোর বলেন, 'কাইল মেয়ার্স তার ক্রিকেটটা খেলছে, তামিমও। তামিমের স্ট্রাইক রেট খুব ভালো তা না; তবে দলের চাহিদা এটাই।'
দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি সাকিব-তামিম। বাংলাদেশের এই দুই সেরা ক্রিকেটারের দ্বন্দ্ব সবারই জানা। তবে যে ভালো খেলবে, তার দলই জিতবে বলে মনে করেন ডেভ হোয়াটমোর। বরিশালের কোচ বলেন, 'বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার দুই দলে আছে। অবশ্যই, যে ভালো খেলবে, তার দলই জিতবে।'