শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নিয়াজ মোরশেদের বিপক্ষে ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন ফাহাদ

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দাবা ফেডারেশনের কর্মকর্তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান -সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের জন্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাংলাদেশি দাবাড়ু নর্ম অর্জনে ব্যর্থ হলেও সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ একটি নর্ম পেয়েছেন। ফাহাদ গতকাল শেষ হওয়া দ্বিতীয় টুর্নামেন্টে অবশ্য সান্ত্বনাসূচক চ্যাম্পিয়ন হয়েছেন।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট পেয়ে ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত রানারআপ হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার পানিসার বিদান্তের অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ে জয়ের সংখ্যাধিক্য বেশি হওয়ায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চ্যাম্পিয়ন ও ফিদে মাস্টার পানিসার বিদান্ত রানারআপ হন।

এই টুর্নামেন্ট ফাহাদ শুরু করেছিলেন হার দিয়ে। অষ্টম রাউন্ড পর্যন্ত তিনি কখনো শীর্ষে ছিলেন না। শেষ রাউন্ডে ফাহাদ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের বিপক্ষে ওয়াকওভার পায়। নিয়াজ সময়মতো উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে। ফাহাদ জিতেছেন অন্যদিকে সোমবার যারা লিডে ছিলেন তারা মঙ্গলবার ড্র করেন। ফলে ফাহাদের চ্যাম্পিয়নশিপ অনেকটা সৌভাগ্যবশতই। নবম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশানের সঙ্গে, ফিদে মাস্টার পানিসার বিদান্ত ফিদে মাস্টার আরাধ্য গর্গের সঙ্গে, আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সঙ্গে ও আন্তর্জাতিক মাস্টার সাতইয়াকি আজারি জোদি গ্র্যান্ড মাস্টার শ্রীরাম জায়ের সঙ্গে ড্র করেন।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ তৃতীয় ও বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চতুর্থ হন। সাড়ে চার পয়েন্ট নিয়ে ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গ পঞ্চম, চার পয়েন্ট নিয়ে ভারতের ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী ষষ্ঠ, সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশান সপ্তম, ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সাতইয়াকি আজারি জোদি অষ্টম ও বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ নবম হন। তিন পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীরাম জাঁ দশম হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে