বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিপিএল শেষ হয়নি এখনো। এরই মধ্যে উত্তাপ পাওয়া যাচ্ছে নতুন সূচির। বাংলাদেশ জাতীয় দল প্রস্তুত হচ্ছে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য। টেস্ট, ওয়ানডে এবং টি২০ তিন ফরম্যাটেই লংকানদের বিরুদ্ধে মাঠে নামতে হবে টাইগারদের। তবে এমন ব্যস্ততা শুধু পুরুষদের জন্যই না। নারী ক্রিকেটেও আছে বড় ব্যস্ততা। বিপিএলের পর মার্চ-এপ্রিল মাসেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। দুই মাসের দীর্ঘবিরতি শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মার্চে ঘরের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলবে জ্যোতিরা। মঙ্গলবার অজিদের বিপক্ষে সাদা বলের সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের ডিসেম্বরের পর আর মাঠে দেখা যায়নি জ্যোতিদের। নতুন বছরের দুই মাস শেষ হতে চলল। অবশেষে ভাঙছে ডেডলক। আগামী মার্চে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সাদা বলের লড়াইয়ে নামবে টিম টাইগ্রেসরা। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ৫০ ওভারের ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। আগামী ২১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দুদিন বিরতি দিয়ে হবে দ্বিতীয় ওয়ানডে। আর তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে ২৭ মার্চ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। দুদলের টি২০ সিরিজের লড়াই শুরু হবে আগামী ৩১ মার্চ। এরপর ২ এপ্রিল দ্বিতীয় টি২০ আর ৪ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। সূচি অনুযায়ী আগামী ১৭ মার্চ অস্ট্রেলিয়া দল ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণশক্তির দলই নিয়ে আসছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আসবেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে। মূলত সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হবে টি২০ বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতেই অজি নারীদের এই সফর। ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব পারফরম্যান্স ফর উইমেন্স অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর শন ফ্লেগলার বলেন, 'সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টি২০ বিশ্বকাপ থাকায়, এই সফরটি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের এবং বছরের শেষের দিকে আমরা যে পরিস্থিতি এবং উইকেটের মুখোমুখি হতে পারি তার সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করবে।' অস্ট্রেলিয়া দল : অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি২০), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভলাইমিঙ্ক। প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল, সেটি ছিল ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে। ১০ বছর পর আবার ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।