চেলসির আক্রমণের ধার কয়েক দফায় কমল-বাড়ল। আর সেই তুলনায় লিভারপুল কিছুটা ধারাবাহিক রইল। চলল আক্রমণ-পাল্টা আক্রমণ; কিন্তু গোলের দেখা আর মেলে না। দীর্ঘ অপেক্ষা শেষে অতিরিক্ত সময়ের শেষদিকে ব্যবধান গড়ে দিলেন ভার্জিল ফন ডাইক। আরও একবার লিগ কাপে চ্যাম্পিয়ন হলো ইয়ুর্গেন ক্লপের দল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতের ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলে জিতে রেকর্ড দশমবার লিগ কাপের শিরোপা জিতল লিভারপুল। মঞ্চ যেটাই হোক না কেন, এই দুই দলের মুখোমুখি লড়াই মানেই যেন নির্ধারিত সময়ে বিজয়ীর দেখা মেলা ভার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এদিনের আগের আটবারের মুখোমুখি লড়াইয়ে সাতটিই হয়েছিল ড্র। একমাত্র জয়টি আসে গত মাসে, ইংলিশ প্রিমিয়ার লিগে ৪-১ গোলে জিতেছিল অলরেড নামে পরিচিত দল লিভারপুল। আর দুই বছর আগে এই মঞ্চেই মুখোমুখি হয়েছিল দল দুটি।