পাঁচ গোল করে ক্যাবরেরার নজরে রাহুল
প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে যে কয়জন তরুণ ফুটবলার পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন, তাদের একজন ব্রাদার্স ইউনিয়নের ফরোয়ার্ড মো. রাব্বি হোসেন রাহুল। ১৭ বছর বয়সি রাহুল স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ৫ গোল করেছেন। গোল করে ও করিয়ে রাহুল চলে এসেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার নজরে।
মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৯ ফেব্রম্নয়ারি প্রাথমিক দল ঘোষণা করার কথা ক্যাবরেরার। প্রাথমিক দলে রাহুলের ডাক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এরই মধ্যে বাফুফে থেকে রাহুলের পাসপোর্ট, জন্মনিবন্ধন সনদ ও ছবি সংগ্রহ করা হয়েছে। প্রথম পর্বের খেলা শেষ করে রাহুল রোববার বিকালে যশোরের বেনাপোলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এর আগে তিনি বলেন, 'আমি আশাবাদী জাতীয় দলের প্রাথমিক তালিকায় থাকব। দেখি কি হয়। ডাক পেলে দ্রম্নতই ঢাকা চলে আসতে হবে।'
রাহুল মূলত বসুন্ধরা কিংসের খেলোয়াড়। ব্রাদার্সে খেলছেন ধারে। কিংস থেকে গত মৌসুমে ধারে খেলেছিলেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল ওয়ারিতে। করেছিলেন ৫ গোল। এবারই প্রথম প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে তার। বসুন্ধরা থেকে ধারে ব্রাদার্সে এসে প্রথম ম্যাচে বসুন্ধরার বিপক্ষেই গোল করেছেন রাহুল। বাবা-মায়ের ৫ সন্তানের মধ্যে রাহুল সবার ছোট। বাকি ৪ বোন। চার বোনের এক ভাই বলে অনেক আদরের রাহুল। ফুটবলার হওয়ার গল্প শোনাতে গিয়ে বেনাপোলের এই তরুণ বলেন, 'আমার ফুটবলার হওয়ার পেছনে বড় অবদান আলহাজ নূর ইসলাম ফুটবল একাডেমির। বেনাপোলের সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের বাবার নামে তৈরি করেছেন এই একাডেমি। আমার ফুটবল গুরু সাব্বির আহমেদ পলাশ। তার কাছেই আমি ফুটবল শিখেছি।'