দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি২০'র আসর বিপিএলের ফাইনালে ওঠার লড়াই চলছে। মার্চের ১ তারিখে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম বিপিএলের। তবে তার আগেই ব্যস্ততা শুরু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তাই বিপিএল শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। বিপিএল চলাকালীন সময়েই শ্রীলংকা সিরিজ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প।
আগামী ৪ মার্চ মাঠে গড়াবে শ্রীলংকা সিরিজ। ফলে দম ফেলার ফুরসত নেই জাতীয় দলের ক্রিকেটারদের। শ্রীলংকা সিরিজ সামনে রেখে গতকাল সোমবার শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে বিপিএলের কোয়ালিফায়ার রাউন্ড চলায় স্কোয়াডে থাকা সবাই সেই ক্যাম্পে যোগ দেয়ার সুযোগ পাননি। যাদের দল কোয়ালিফায়ার রাউন্ডের আগেই বাদ পড়ে গেছে, তারাই যোগ দিয়েছেন ক্যাম্পে। এদিকে টেস্ট স্কোয়াড ঘোষণা করা না হলেও টেস্টের নিয়মিত মুখরা যোগ দিয়েছেন ক্যাম্পে। যোগ দেওয়া খেলোয়াড়রা হলেন- জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, নাঈম শেখ, সাদমান ইসলাম।