হকিতে মোহামেডানের চমক

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
প্রায় দুই বছর পর সচল হয়েছে ঘরোয়া হকি। মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে হকির চার পরাশক্তি আবাহনী, মোহামেডান, মেরিনার্স ও উষা। আজ গ্রম্নপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে মেরিনার্স-মোহামেডান ও উষা-আবাহনী। বড় ম্যাচের আগের দিন তিন বিদেশি খেলোয়াড় এনেছে মোহামেডান।  রোববার রাতে মোহামেডান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও হল্যান্ড থেকে একজন করে খেলোয়াড় এনেছে। মোহামেডানের হকি কমিটির সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, 'নিউজিল্যান্ডের চার্ল উলরিচ নিউজিল্যান্ডের জাতীয় দলের খেলোয়াড়। সে বেশ বড়মাপের খেলোয়াড়।' কিউই ডিফেন্ডারের সঙ্গে অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রিচমন্ড কন্নর, ডাচ স্ট্রাইকার মেন্নেস স্টিজিন সোমবার বিকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন করেছেন।  হকি লিগে ৬ জন বিদেশি রেজিস্ট্রেশন ও চারজন খেলতে পারবে। ক্লাব কাপে অবশ্য এমন বাধ্যবাধকতা নেই, 'ক্লাব কাপ উন্মুক্ত। এখানে অনেক ক্লাব পরীক্ষা-নিরীক্ষা করে লিগের জন্য খেলোয়াড় চূড়ান্ত করে। তাই দেশি-বিদেশি খেলোয়াড় নিবন্ধন ও কোটা নির্দিষ্ট নয় লিগের মতো'-বলেন লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না।  হকির নতুন মৌসুমে প্রথম বিদেশি খেলোয়াড় এনেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস। ভারতীয় প্রদীপ মোর ইতোমধ্যে খেলেছেন। আবাহনী ও উষা খেলোয়াড় আনার প্রক্রিয়ায় রয়েছে। ঐতিহ্যবাহী মোহামেডান সুদূর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ডাচ্‌ থেকে খেলোয়াড় এনে চমকই দিল। এই প্রসঙ্গে প্রিন্স বলেন, 'আমাদের ক্লাব সভাপতি মুবিন স্যার নিজে হকি খেলোয়াড় ছিলেন। হকির প্রতি তিনি অত্যন্ত আন্তরিক। তার নির্দেশনায় আমরা বাড়তি উদ্যোমে কাজ করি। মোহামেডান হকিতে প্রতিবারই নতুনত্ব আনার চেষ্টা করে। গতবার আর্জেন্টাইন খেলোয়াড় এনেছিলাম। এবার অস্ট্রেলিয়ান, নিউজ্যিলান্ডের খেলোয়াড় আনা হল।' তিন বিদেশিকে ক্লাব কাপে পরখ করবে মোহামেডান। লিগের আগে আরো ২-১ জন বিদেশি আনবে সাদা-কালো দল। বিদেশি খেলোয়াড় আনলেও কোচের বিষয়টি চূড়ান্ত করতে পারেনি এখনো। জার্মান কোচ পিটার অথবা অস্ট্রেলিয়ান অঞ্চলের কেউ আসতে পারেন। মোহামেডান গত লিগে বড় বাজেটের দল গড়েও ক্লাব কাপ এবং লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার গত আসরের চেয়ে লোকাল খেলোয়াড় সংগ্রহে খানিকটা পিছিয়ে থাকলেও তারকা বিদেশি এনে সেই ঘাটতি পূরণের চেষ্টা ঐতিহ্যবাহী ক্লাবটির।