লক্ষ্যটা ছিল ছোট, তবে উইকেট ক্রমশ কঠিন হয়ে পড়ায় সেই ছোট লক্ষ্যই হয়ে পড়ে চ্যালেঞ্জিং। শোয়েব বশিরের স্পিন সামলে কঠিন পরিস্থিতি থেকে অবশ্য অনায়াসে পরে ভারতকে জেতালেন শুবমান গিল ও ধ্রম্নব জুরেল। প্রথম ইনিংসের নায়ক জুরেল ৬১তম ওভারে টম হার্টলির বলে দুই রান নিয়েই নিশ্চিত করেন স্বাগতিকদের জয়। রাঁচিতে সোমবার চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ৫ উইকেটে ইংল্যান্ডকে হারায় ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি ইংল্যান্ড জিতলেও বাকি তিনটিতে জিতে টেস্ট সিরিজে (৩-১) ব্যবধনে এগিয়ে যায় স্বাগতিকরা। তাইতো ৭ মার্চ ধর্মশালায় শেষ টেস্টটি পরিণত অনেকটা আনুষ্ঠানিকতায়।
জয়ের মঞ্চ রোববারই গড়ে দিয়েছিলেন বোলাররা। দুইশর কম রান তাড়ায় দারুণ শুরুর পর হঠাৎ ব্যাটিং ধসে বেশ চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে পথে ফেরালেন শুবমান গিল ও ধ্রম্নব জুরেল। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। ফলে বেন স্টোকস অধিনায়ক ও ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়ে আসার পর এই প্রথম কোনো সিরিজ হারল ইংলিশরা।