আসছে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বাকি এখনো সাড়ে তিন মাসেরও বেশি সময়। তবে ম্যাচটির টিকিট নিয়ে এখনই তৈরি হয়েছে হাহাকার। ম্যাচটি দেখতে ধারণ ক্ষমতার ২০০ গুণ বেশি আবেদন পড়ার কথা জানিয়েছে আইসিসি। রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ হয় না অনেকদিন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই সীমাবদ্ধ তাই এসিসি ও আইসিসি ইভেন্টে। এসব ইভেন্টের সূচিও এমনভাবে করা হয় যাতে নিশ্চিতভাবে মুখোমুখি হতে পারে দুদল। প্রতিটি বিশ্বকাপ এলে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কেনার আগ্রহ থাকে সবচেয়ে বেশি। জুনে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি২০ বিশ্বকাপেও দেখা গেলো একই দৃশ্য। নিউইয়র্কে হতে যাওয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত ম্যাচেই যেমন আবেদন জমা পড়েছে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২০০ গুণ বেশি! ম্যাচটা হবে ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন অস্থায়ী নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মাঠের কাজ এখনও চলমান। কিন্তু ৯ জুনের ওই ম্যাচের টিকিট এরই মধ্যে সব বিক্রি হয়ে গেছে।
এবার পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম বিক্রির ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।