রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঢাকার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। এসময় অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক লাবলু, মো. শাহদাত হোসেন এফসিএ ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর, অগ্রণী ব্যাংক পিএলসি বার্ষিক ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমসহ, মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন নির্বাহীগণ, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মূল প্রতিযোগিতায় অগ্রণী ব্যাংকের সব স্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ মার্চপাস্ট, লং জাম্প, দৌড়, হাই জাম্প, রিলে দৌড়, সাইকেল রেস, পিলো পাসিং, হাঁড়ি ভাঙা, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার, বস্তা দৌড়সহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হকের তত্ত্বাবধানে বার্ষিক প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি