চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগায় এখনো পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে বায়ার লেভারকুসেন। এই ২৩ ম্যাচের একটিতেও হারেনি তারা। ৪টিতে ড্র করেছে। বাকি সবগুলোতে জয়। শুধু তাই নয়, সব ফরম্যাট মিলিয়ে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত লেভারকুজেন। সর্বশেষ শুক্রবার রাতে মেইঞ্জকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে লেভারকুজেন। সে সঙ্গে এবারের লিগে এবং সব মিলিয়ে ৩৩টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটাও ধরে রাখল তারা। এদিনের এই জয়ে বুন্দেসলিগা টেবিলে ২৩ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বায়ার লেভারকুজেন। আর দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন ২২ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট সংগ্রহ করেছে।
চেনা সেই ছন্দ বা ধার দেখা গেল না। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সেই মানসিকতাও ফুটে উঠল না পারফরম্যান্সে। তবে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা বায়ার লেভারকুজেন জয়ের দেখা পেল ঠিকই। জয়সূচক গোল করা হোবার্ত আনড্রিস নিজেই অবশ্য বলছেন, জয়টি তাদের সৌভাগ্যে ছোঁয়ায় পাওয়া। তবে এই জয়ই তাদের দলকে পৌঁছে দিল অনন্য উচ্চতায়।
মেইঞ্চের বিপক্ষে ২-১ গোলের জয়ে বায়ার্নের বিপক্ষে ব্যবধান আরও বাড়িয়ে ১১ পয়েন্টে নিয়ে গেল লেভারকুজেন। ম্যাচ অবশ্য একটি বেশি খেলেছে তারা।