নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ!

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের আদলে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম আসরের সম্ভাব্য সময় চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি। নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। সময়ের সঙ্গে পালস্না দিয়ে এগিয়েছে দেশের নারী ক্রিকেট। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এখন আর হেরে যাওয়া নয়, টাইগ্রেসরা লড়াই করে চোখে চোখ রেখে। নিগার সুলতানা, নাহিদা, মারুফারা এখন বিশ্বব্যাপী পরিচিত তারকা। বিপিএলের আদলে নারীদের একটা ফ্র্যাঞ্চাইজি লিগের দাবি বহুদিনের। দেরিতে হলেও অবশেষে তা হয়তো আলোর মুখ দেখতে যাচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই মাঠে গড়াতে পারে নারীদের প্রিমিয়ার লিগ। যদিও প্রথমবারের আসর হবে ছোট পরিসরে। নাদেল বলেন, 'আমি আশাবাদী। ভেনু্য ও সবকিছু সমন্বয় করতে পারলে এ বছরই সেটা শুরু হবে। চারটা দল হলে অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারব। যারা (দল নিতে) আগ্রহী, আমরা তাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা দেখব।'