বিপিএলে ব্যাটে-বলে শীর্ষে তামিম-শরিফুল
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের দশম আসরের লিগ পর্বে দাপট দেখিয়েছে দেশি ক্রিকেটাররা। গ্রম্নপ পর্ব শেষে রান সংগ্রহে শীর্ষে আছেন তামিম ইকবাল। তবে পেস্ন অফের ম্যাচ শেষে তাকে ছাড়িয়ে যেতে পারেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।
ব্যাটিংয়ের শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান ও মুশফিকুর রহিম। একমাত্র বিদেশি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস।
অন্যদিকে দল বাদ পড়লেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম। তাকে পেছনে ফেলা কঠিনই হবে দুইয়ে থাকা সাকিব আল হাসান ও তিনে থাকা শেখ মেহেদীর জন্য।
বোলিংয়ের শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ ও সাকিব আল হাসান। একমাত্র বিদেশি হিসেবে আছেন ওমানের বিলাল খান।
গ্রম্নপ পর্বের ম্যাচ শেষে শীর্ষ রান সংগ্রাহক তামিম ইকবাল। ১২ ম্যাচে ৩২ দশমিক ৫৮ গড়ে ৩৯১ রান করেছেন এই ওপেনার। তারপরই আছেন তাওহিদ হৃদয়। ৩৮ দশমিক ৩০ গড়ে এই মিডল অর্ডার ব্যাটারের সংগ্রহ ৩৮২ রান। আর ১১ ম্যাচে ৩৪ দশমিক ৭২ গড়ে ৩৮২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন তানজিদ তামিম। এরপরই যথাক্রমে আছেন এলেক্স রস ও মুশফিকুর রহিম।
বোলিংয়েও দাপট দেখিয়েছেন দেশি ক্রিকেটাররা। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে শীর্ষে আছেন পেসার শরিফুল ইসলাম। এরপরই আছেন সাকিব আল হাসান। ১১ ম্যাচে ৬ দশমিক ২৩ ইকনোমি রেটে ১৭ উইকেট নিয়েছেন তিনি। তালিকায় তৃতীয় স্থানে আছেন শেখ মেহেদী হাসান। রংপুরের এই বোলার ১২ ম্যাচে নিয়েছে ১৫ উইকেট। আর ১৪ উইকেট নিয়ে চারে আছেন চট্টগ্রামের পেসার বিলস্নাল খান। আর পাঁচে আছেন হাসান মাহমুদ।
হৃদয় ও তানজিদের সামনে সুযোগ পেস্ন অফের লড়াইয়ে ব্যাটে দু্যতি ছড়িয়ে তামিম থেকে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমাটা ছিনিয়ে নেয়ার। যদিও পথটা কিছুটা কঠিন সাকিব ও মেহেদীর জন্য। সাকিবের তুলনায় ৫ আর মেহেদীর তুলনায় ৭ উইকেট এগিয়ে আছেন শরিফুল।
লিগ পর্বের খেলা শেষ হয়েছে গত শুক্রবার। টেবিলের সেরা চার দল এবার নামবে পেস্ন অফের লড়াইয়ে। রাউন্ড রবিন লিগে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রংপুর রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে এর পরেই আছে কুমিলস্না ভিক্টোরিয়ন্স। সমান ১৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের ব্যবধানে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আগামী সোমবার থেকে শুরু হবে পেস্ন-অফ পর্বের লড়াই। প্রথম ম্যাচে এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচে জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। একইদিনে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে কুমিলস্না ভিক্টোরিয়ান্স। জয়ী দল চলে যাবে ফাইনালে আর পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনালের টিকিট কাটতে যেখানে লড়বে এলিমিনেটরের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। আর ১ মার্চ হবে ফাইনাল।
এদিকে পেস্ন-অফের লড়াইয়ে কুমিলস্না ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তির হাওয়া বইছে রংপুর শিবিরে। জাতীয় দলের ব্যস্ততা শেষে সাকিব-সোহানদের সঙ্গে যোগ দিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। শনিবার রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন নবি।
আর সপ্তাহখানেক পরই পর্দা নামতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের। তার আগে ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিলস্না। আন্দ্রে রাসেল, মঈন আলী ও সুনীল নারিনদের মতো তারকাদের ভিড়িয়ে ইতোমধ্যে রংপুরকে হুশিয়ারি দিয়ে রেখেছে কুমিলস্না। তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, আলিস আল ইসলাম ও তানভীর ইসলামরা তো আছেনই।
অন্যদিকে জাতীয় দল ও নিজ দেশের লিগকে প্রাধান্য দিয়ে মাঝপথে রংপুর শিবির ছেড়েছিল মোহাম্মদ নবি, আজমতউলস্নাহ ওমরজাই ও বাবর আজমরা। যদিও ইমরান তাহির ও জেমস নিশামকে দলে ভিড়িয়ে সে ঘাটতি পূরণ করেছিল সাকিবরা। তবে তাদের জন্য স্বস্তি, কোয়ালিফায়ারের লড়াইয়ে নামার আগে অভিজ্ঞ অলরাউন্ডার নবিকে দলে পাওয়া।
গত ৬ ফেব্রম্নয়ারি সবশেষ দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলার পর আফগানিস্তানের হয়ে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে শ্রীলংকায় পাড়ি দিয়েছিলেন তিনি।