ভারত থেকে আক্ষেপ নিয়ে ফিরলেন বাংলাদেশের লিটন

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টানা দ্বিতীয়বারের মতো ভারতে প্রো কাবাডি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় লিটন আলী। কিন্তু এবারও কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে। গত বছর দাবাং দিলিস্ন কেসিতে খেলার সুযোগ পেয়ে কোর্টে নামা হয়নি। এবার ১৩ লাখ রুপিতে বেঙ্গালুরু বুলসে ডাক পেয়ে সেই আগের মতো না খেলে সময় কাটাতে হয়েছে। যদিও তার দল এবার সুপার সিক্সে খেলার সুযোগ পায়নি। তাই বৃহস্পতিবার লিটনকে দেশে ফিরে আসতে হয়েছে। প্রো কাবাডি লিগে টানা দুবার সুযোগ পেয়ে না খেলার আক্ষেপ আছে লিটনের মাঝে। এ প্রসঙ্গে লিটন আলী দেশে ফিরে বলেছেন, 'আসলে লিগ শুরুর এক মাস আগে ক্যাম্প শুরু হয়েছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে সে সময় ক্যাম্পে যোগ দিতে পারিনি। ক্যাম্পে যথাসময়ে যোগ দিলে হয়তো ম্যাচ খেলার সুযোগ হতো।' ভারতে প্রো কাবাডি লিগের যাত্রা ২০১৪ সালে। প্রথম আসর থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা খেলে আসছেন বিভিন্ন দলে। সাজিদ হোসেনের পর ডাক পেয়েছিলেন বাংলাদেশ পুলিশের খেলোয়াড় লিটন। দুই মৌসুম খেলে এবার তার উপলব্ধি, 'যদি ঠিক সময়ে ভিসা পেয়ে সেখানে যেতে পারতাম তাহলে হয়তো ম্যাচ খেলার ?সুযোগ হতো। তারপরও আমি অনেক ম্যাচেই স্কোয়াডে ছিলাম।'