বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে বাংলাদেশ

গত বছর ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির কারণ হিসেবে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতির কথা বলেছিলেন তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। সে কারণেই হয়তো আসন্ন টি২০ বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলনের কোনো ঘাটতির সুযোগ রাখতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাই টি২০ বিশ্বকাপের আগে সহআয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। গ্রম্নপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের প্রথম দু'টি হবে যুক্তরাষ্ট্রে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে এবং নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। যুক্তরাষ্ট্রের কন্ডিশনে খাপ খাইয়ে নিতে বিশ্বকাপের আগে সহআয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল।

ঢাকায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সামনে টি২০ বিশ্বকাপে আমরা যেভাবে যাচ্ছি, আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি২০ খেলব। এখন তো বিপিএল চলছে। এরপর পরিকল্পনা করছি, যুক্তরাষ্ট্র দলের সঙ্গে আমরা সেখানে ৩টি ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।'

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আরও বলেনে, 'প্রস্তুতির ঘাটতি গতবারও ছিল না। কোচ না থাকলেও ধারাবাহিকতা তো ছিল। আমাদের প্রস্তুতির ধারাবাহিকতা ছিল। কোচ না থাকলে কী হবে! প্রস্তুতির ঘাটতি ছিল না। খারাপ করেছি মানে এই নয় যে কোচ কম সময় পেয়েছে বলেই পারফরম্যান্স খারাপ হয়েছে। এটা কারণ নয়।'

সামনে বাংলাদেশের ঠাসা সূচি। বিপিএল শেষ হতেই শ্রীলংকা চলে আসবে। লংকানদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ ও ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ হতেই আগামী মাসের শেষ দিকে হবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচর টি২০ সিরিজ, যেটি শেষ হবে মে মাসের শুরুতে। এরপর মে মাসের শেষ দিকে হতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সম্ভাব্য তিন ম্যাচের টি২০ সিরিজ।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে এবারের টি২০ বিশ্বকাপ। গ্রম্নপপর্বে বাংলাদেশের চার ম্যাচের প্রথম দু'টি হবে যুক্তরাষ্ট্রে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে খেলার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে টাইগাররা। জুনে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের 'ডি' গ্রম্নপে আছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। পরের দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে