কুমিলস্না ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের শেষ চারে থাকা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ম্যাচ জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বরিশালের এই স্পিনার ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। এর মধ্যে ছিল লিটন দাস, আন্দ্রে রাসেলের উইকেটও।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন সেই অনুভূতির কথা, 'ভালো কিছু করলে ভালো লাগে। একটা পেস্নয়ার যখন ভালো কিছু করে তার ভালো লাগাটাই স্বাভাবিক। যখন আপনি একটা পেস্নয়ারকে বিশ্বাস করবেন, তার ওপর আস্থা রাখবেন, তখন ভালো করাটাই স্বাভাবিক। হয়তোবা অনেক সময় অনেক ল্যাকিংস (ঘাটতি) ছিল। তবুও একটা পেস্নয়ারকে সাপোর্ট করাটা অনেক জরুরি।'
টি২০তে বলের ভ্যারিয়েশনে নতুন কিছু চেষ্টা করছেন কি না এমন প্রশ্নে তাইজুল জানান, 'নতুন কিছু আয়ত্তের বিষয় নয়। এখানে হয়তোবা বলের কালারটা চেঞ্জ, শর্টার ফরম্যাটটা যখন খেলতে যাবেন তখন কিছু ভিন্ন ভ্যারিয়েশন লাগে। পেস ভ্যারিয়েশনের মতো সিম্পল জিনিসগুলো এক্সিকিউট করাটা গুরুত্বপূর্ণ। সঠিক সময় সঠিক জিনিসগুলো বাস্তবায়ন করা জরুরি। মাশাআলস্নাহ সেগুলা ভালো হচ্ছে। প্রত্যেকটা পেস্নয়ার দেশের জন্য সব ফরম্যাট খেলবে না। এটাই মেনে নিতে হবে। অনেক দেশে আছে ভালো খেলার পরও সুযোগটা আসে না। আমি একটা জিনিসই চেষ্টা করি, যে সময়টা আসবে, তাতে নিজেকে ভালোভাবে মেলে ধরার জন্য।'