মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ জানা যাবে বিপিএলের পর

ক্রীড়া ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ জানা যাবে বিপিএলের পর

মাঠের ক্রিকেটে তেমন কিছু করতে না পারলেও গত বছর বেশ আলোচনায় ছিলেন তামিম ইকবাল। আলোচনা-সমালোচনার কারণ বাংলাদেশ জাতীয় দলে তামিম ইকবালের অন্তর্ভুক্তি নিয়ে। সম্প্রতি সেই আলোচনা ফিরে এসেছে আবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিপিএলের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিমান করে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাননি তামিম। বিশ্ব আসরের পরও খেলেননি জাতীয় দলের হয়ে। সে সময় দলের পক্ষ থেকে জানানো হয়, পুরোপুরি ফিট নন তামিম। কিন্তু বিপিএলে এই ওপেনারকে দেখা গেছে পুরনো ছন্দে। তাই তামিম আবারও জাতীয় দলে ফিরবেন কিনা, সেটা নিয়ে ভক্তদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

জাতীয় দলে আর ফিরবেন কিনা, সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানাননি তামিম। তাই বিসিবির কাছেও বিষয়টি স্পষ্ট নয়। বিপিএল শেষে এই ক্রিকেটারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।

তামিমের প্রসঙ্গে জালাল বলেন, 'আমাদের বোর্ড সভাপতি উনি আমাকে এবং আরও কয়েকজনকে বলেছেন, তামিমের সঙ্গে বসার জন্য। যেহেতু ঢাকায় আসছে, এখন আর বেশিদিন নেই বিপিএল খেলা। বিপিএল খেলা শেষ হলেই আমরা তার সঙ্গে বসব।'

তামিমের বিষয়ে এর আগে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। গত ১২ ফেব্রম্নয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'তামিমের ইসু্যটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে। আমিও বসব। উনারা বসার পর আমি নিজেও বসব। আমার ধারণা, এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। এর আগে আসলে বলাটা মুশকিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে