রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

ধর্ষণের দায়ে দানি আলভেজের কারাদন্ড

ক্রীড়া ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ধর্ষণের দায়ে দানি আলভেজের কারাদন্ড

শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন দানি আলভেজ। ২০২২ সালে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে সাড়ে চার বছরের কারাদন্ড দিয়েছে কাতালুনিয়ার শীর্ষ আদালত।

একই সঙ্গে আদালত আরও নির্দেশ দিয়েছে যে আলভেজ ভুক্তভোগীকে দেড় লাখ ইউরো প্রদান করবে। কাতালুনিয়ার আদালত রায়ে বলেছেন, 'ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।'

আলভেজ জোরপূর্বক যৌনতা বজায় রাখার বিষয়টি প্রমাণ হওয়ায় প্রসিকিউটর নয় বছরের কারাদন্ড চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত শুনানির পর চার বছর ছয় মাসের কারাদন্ড দেয় আদালত।

স্পেনের প্রথম সারির এক সংবাদপত্র এবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, গত ২০২২ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতে বার্সেলোনার সাটন নামে এক নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে নাচার সময় সেই নারীর সম্মতি ছাড়াই তার অন্তর্বাসের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন আলভেজ।

এই অভিযোগে গত বছরের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয় স্পেনের আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে