মেসির নৈপুণ্যে জয়ে শুরু মায়ামির

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রাক মৌসুমে ধুঁকলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন মৌসুমে প্রত্যাশিত জয় পেয়েছে ইন্টার মায়ামি। বুধবার রাতে প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে তারা। দু'টি গোলই বানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ফিটনেস নিয়ে এতদিন শঙ্কা থাকলেও মেসি পুরো ম্যাচেই মাঠে ছিলেন। উপহার দিয়েছেন অসাধারণ নৈপুণ্য। সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে মেসি দারুণ থ্রম্ন বল বাড়িয়ে দিলেন সতীর্থকে, যেটি শেষ পর্যন্ত আশ্রয় নিল জালে। পরে প্রতিপক্ষের তিন ফুটবলারের মাঝ দিয়ে মেসি দারুণ পাস দিলেন লুইস সুয়ারেজকে। তার টোকা থেকে বল পেয়ে গোল করলেন আরেক সতীর্থ। চেনা সব দৃশ্য। বার্সেলোনার হয়ে কত কতবার দেখা গেছে! আবারও সেসবের পুনরাবৃত্তি হলো, তবে ভিন্ন জার্সিতে। সাবেক বার্সেলোনা তারকাদের ছোঁয়ায় নতুন মৌসুমের শুরুটা দারুণ করল ইন্টার মায়ামি। রবার্ট টেইলর প্রথমার্ধে দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল করেন ডিয়েগো গোমেস। দু'টি গোলেরই উৎস মেসি। বার্সেলোনা ছাড়ার পর মেসি, বুসকেটস ও জর্ডি আলবার পুনর্মিলন গত মৌসুমেই হয়ে যায় ইন্টার মায়ামিতে। এবার নতুন পরিচয়ে তাদের সঙ্গে আনুষ্ঠানিক পথচলা শুরু হলো আরেক সাবেক বার্সেলোনা তারকা সুয়ারেজের। ম্যাচের আগে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া হয় সমর্থকদের সামনে। ম্যাচজুড়ে দাপট ছিল মেসিদেরই। সল্ট লেকের গোলকিপার জাক ম্যাকম্যাথ ৬টি সেভ করে দলকে আরও বড় পরাজয় থেকে রক্ষা করেন। প্রথম গোলটিতে অবশ্য যথেষ্টই দায় আছে ম্যাকম্যাথেরই। ৩৯ মিনিটে বুসকেতসের কাছ থেকে বল পেয়ে মেসি চমৎকারভাবে বাড়িয়ে দেন টেইলরকে। বক্সের ভেতর ঢুকে ডানপ্রান্ত থেকে শর্ট নেন ফিনল্যান্ডের এই উইঙ্গার। শর্টে জোর ছিল না খুব বেশি। গোলকিপার ম্যাকম্যাথ প্রায় আটকেও দিয়েছিলেন। কিন্তু তার হাত ফসকে বল আস্তে আস্তে গড়িয়ে যায় জালে।