মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

মোহামেডানের বিপক্ষে আবাহনীর আজ প্রতিশোধের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মৌসুমে দ্বিতীয়বার চীরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হওয়ার আগে কঠোর অনুশীলনে ব্যস্ত ঢাকা আবাহনীর ফুটবলাররা -ওয়েবসাইট

দুই চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী-মোহামেডানের মৌসুমের প্রথম সাক্ষাৎ হয়ে গেছে কিছুদিন আগেই। মাত্র দশ দিনের ব্যবধানেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই ঐতিহ্যবাহী। আজ আরও একটি ঢাকা ডার্বি। তবে আগেরটি ছিল ফেডারেশন কাপে। আজ প্রিমিয়ার ফুটবল লিগে। দুপুর ৩টায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে হবে আবাহনী-মোহামেডান লড়াই। ফেডারেশন কাপে মোহামেডানের কাছে হারতে হয়েছিল, স্বভাবতই আজকের ম্যাচটি আবাহনীর প্রতিশোধের ম্যাচ।

একই দিনে আরও দু'টি ম্যাচ হবে লিগে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুপুর ৩টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। বিকাল ৫.১৫ মিনিটে কিংস অ্যারেনাতে শক্তিধর বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্র।

মৌসুমের প্রথম মর্যাদার লড়াইটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি প্রিমিয়ার ফুটবল লিগের ৬ বারের রেকর্ড চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। ১৩ ফেব্রম্নয়ারি ফেডারেশন কাপের গ্রম্নপ পর্বে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে দেয় মোহামেডান। যদিও ওই ম্যাচে ৩৮ মিনিটে গোল করে লিড নিয়েছিল আকাশী-নীলরাই। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেন মোহামেডানের ইমানুয়েল। আর তার জোড়া গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। প্রিমিয়ার লিগেও মোহামেডান ভালো অবস্থানেই রয়েছে। ১৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের থেকে দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় অবস্থানে আছে ঢাকা আবাহনী। লিগে মোহমেডানের বড় সাফল্য বসুন্ধরা কিংসের মতো বিগ বাজেটের দলকে হারের তিক্ত স্বাদ উপহার দেওয়া। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে একটিতেই হেরেছে বসুন্ধরা। আর সেই হারটি মোহামেডানের কাছেই। যেখানে ঢাকা আবাহনী বসুন্ধরার কাছে হেরে যায় ২-০ গোলের ব্যবধানে। কাগজে-কলমে অবশ্যই মোহামেডান থেকে এগিয়ে আবাহনী। কিন্তু মাঝারি মানের দল নিয়েও এবারের মৌসুমে দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছে মোহামেডান। কিংসকে হারিয়ে দেওয়ার পর অবশ্য লিগের গত দুই ম্যাচে আর জয়ের মুখ দেখেনি আলফাজ আহমেদের শিষ্যরা। রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলের ড্র এরপর শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র। তবে আজ আবাহনীর বিপক্ষে তাদের মৌসুমের প্রথম জয়টি অবশ্যই আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করবে। এছাড়া এখন পর্যন্ত লিগের একমাত্র অপরাজিত দলটিও মোহামেডান। অন্যদিকে এবারের মৌসুমে আবাহনী নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারলেও খুব খারাপ করছে বলা যাবে না। বসুন্ধরার কাছে হেরে যাওয়ার পর টানা তিন ম্যাচে তারা হারেনি। আজ তাই আবাহনী-মোহামেডানের মৌসুমের দ্বিতীয় সাক্ষাৎটিও খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে- এমনটাই প্রত্যাশা দুই দলের সমর্থকদের। প্রতিশোধের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা। পরপর দুই ম্যাচে ড্র করা মোহামেডানও চাইছে জয়ে ফিরতে, আর প্রতিপক্ষ যখন ঢাকা আবাহনী, এমন ম্যাচে কিছুতেই পয়েন্ট হারাতে চায় না মোহামেডান। ৮ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ শেখ রাসেলের ৯ পয়েন্ট, তারা আছে ষষ্ঠ স্থানে। আগের কয়েকটি রাউন্ডে আশানুরূপ ফল না পেলেও গত রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪-১ গোলের জয়ে উজ্জীবিত আছে অলবস্নুজরা। তবে মোহামেডানের কাছে হারের পর বসুন্ধরাও ফিরেছে বড় দুই জয় নিয়েই। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে, আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে