টেস্টেও নেই সাকিব খেলবেন ডিপিএল
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। এই সফরে তিনটি করে টি২০ ও ওয়ানডে ছাড়া দু'টি টেস্টও খেলবে তারা। ইতোমধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজ ও দু'টি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। ধারণা করা হচ্ছিল, অন্তত টেস্ট সিরিজে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দেখা যাবে। কিন্তু বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, পুরো সিরিজের জন্যই সাকিবকে ছুটি দেওয়া হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে টি২০ ও ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলবেন না তা পুরনো খবর। নতুন খবর হলো, সাকিব টেস্টেও থাকবেন না। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। বৃহস্পতিবার গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জালাল ইউনুস বলেন, 'সাকিব শ্রীলংকা সিরিজের জন্য ব্রেক নিয়েছে। শুধু টি২০ ও ওয়ানডে নয় টেস্টেও সাকিব খেলবে না।'
চোখের সমস্যার জন্যই যে সাকিব শ্রীলংকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন তা বলতে দ্বিধা করেননি জালাল ইউনুস, 'তার চোখে একটা সমস্যা ছিল তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক। আশা করি, সে যেহেতু এখন ব্রেক নিয়েছে শ্রীলংকা সিরিজের জন্য যখন ফিরবে ভালোভাবেই ফিরবে।'
বিশেষ করে চোখের সমস্যা সাকিবের দীর্ঘদিন ধরেই হচ্ছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ভারতে ডাক্তার দেখিয়েছিলেন। এরপর যুক্তরাষ্ট্র, ঢাকা, যুক্তরাজ্য এবং সবশেষ সিঙ্গাপুরে বিশেষজ্ঞর শরণাপন্ন হন। তবে চোখের মূল সমস্যা কোথায় তা ধরতে পারেননি।
বিশ্বকাপেই ইনজুরির কারণে ছিটকে যান সাকিব। এরপর ঘরে ও ঘরের বাইরে বেশ কিছু সিরিজ খেললেও ফেরা হয়নি বাঁ-হাতি অলরাউন্ডারের। শুরুতে তার পারফরম্যান্সে কমতি থাকলে বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে সাকিব দুর্বার। মাঠে নামলেই রান। বোলিংয়ে পাচ্ছেন উইকেট। ১১ ম্যাচে ২৪৯ রান করেছেন। উইকেট নিয়েছেন ১৭টি। সাকিবের থেকে এমন পারফরম্যান্সই সবাই আশা করে জানিয়ে জালাল ইউনুস যোগ করেছেন, 'সে ক্লাস পেস্নয়ার। যে কোনো সময় জ্বলে উঠবেন। তাছাড়া ক্রিকেট এমন একটি খেলা আজকে একটা মৌসুম খারাপ যাবে। দেখবেন পরের মৌসুম খুব ভালো যাচ্ছে। এই উঠা-নামাটা থাকে। কিন্তু এটার মানে না যে আউট অব ফর্ম। সাকিবের এই ফিরে আসাটা দারুণ। সে আগেও
ইনফর্ম ছিল। চোখের সমস্যা হচ্ছিল। সেটা এখন সাময়িক।'
শোনা যাচ্ছে, সাকিব জাতীয় দলের হয়ে শ্রীলংকা সিরিজে না খেললেও মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লিখানো সাকিব শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে চেয়েছেন বলে ক্লাব সূত্রে জানা গেছে। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই কথা বলবে রাজি হয়নি। তবে পঞ্চাশ ওভারের ম্যাচে খেলতে সাকিব মাঠে নামবেন সেই প্রস্তুতি শেখ জামালও নিয়ে রেখেছে।
এদিকে পেস বোলিং কোচসহ বেশ কিছু নাম চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। যদিও এই মুহূর্তে নাম বলেননি জালাল ইউনুস। ২/১ দিনের মধ্যেই বোলিং কোচের নাম জানা যাবে বলে জানিয়েছেন তিনি, 'নাম তো অফিসিয়াল ডিজক্লোজ করতে পারব না। ঠিক হয়ে গেছে। কিন্তু যেহেতু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ওদের সঙ্গে এখন আলোচনা চলছে। এই কারণে এখনই জানানো সম্ভব না। দুই একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।'