মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ক্রীড়া সংগঠক হুসনে আরা আর নেই

ক্রীড়া প্রতিবেদক
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া সংগঠক হুসনে আরা আর নেই

বাংলাদেশে নারী ভলিবলের সূচনা হয়েছিল হুসনে আরা খান ও তার স্বামী আয়াজ খান দম্পতির হাত ধরে। তাও ৭০ ও ৮০'র দশকে তাদের খুলনার বাড়িতে। তাদের চার সন্তানও ভলিবল খেলেছেন। পুরো পরিবারই ছিল ভলিবলময়। সেই পরিবার থেকে ১০ বছর আগে স্বামী আয়াজ খান মৃতু্যবরণ করেছেন। মঙ্গলবার চলে গেলেন স্ত্রী হুসনে আরা খানও। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াসংগঠক মঙ্গলবার সকালে ইন্তেকাল

করেছেন (ইন্না-লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃতু্যবরণ করেছেন হুসনে আরা। ৭৬ বছর বয়সে মৃতু্যকালে তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তিনি। হুসনে আরা খান এবং তার স্বামী আয়াজ খান খুলনার নিজবাড়িতে মেয়েদের ভলিবল প্রশিক্ষণের সূচনা করেছিলেন। এরপর আস্তে আস্তে নারী ভলিবল একটা পর্যায়ে এসে পৌঁছেছে। তাদের তিন মেয়ে হেলেনা খান, ইভা ও নিভা জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। তাদের ছেলেও খেলেছেন ঢাকা

ভলিবল লিগে।

বর্ষীয়ান সংগঠক আনিস রহমান বলেছেন, 'হুসনে আরা ও তার স্বামী মিলে নারী ভলিবলের চর্চা শুরু করেন। স্বাধীনতার পর তাদের হাত ধরে মেয়েদের ভলিবল এগিয়েছে। তাদের অবদান অনস্বীকার্য।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে