বরিশালে নাম লেখালেন 'কিলার মিলার'
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে তারকায় ঠাসা এক দল গড়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পাশাপাশি দলটিতে আছেন দেশীয় বড় বড় সব তারকা।
অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউলস্নাহ রিয়াদ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকারও।
দেশি তারকাদের মতো একাধিক বিদেশি তারকাকেও দলে টেনেছে বরিশাল। আসরের প্রথমদিকে বরিশালের হয়ে খেলেছেন শোয়েব মালিক ও দুনিথ ওয়ালস্নালেগেরা। এরপর একে একে দলটিতে যোগ দিয়েছেন আহমেদ শেহজাদ-কেশব মহারাজরা। দলটিতে কাইল মায়ার্সের মতো তারকারাও আছেন।
এবার দলটির বিদেশি কোটায় যুক্ত হচ্ছে টি২০ ক্রিকেটের বড় এক নাম। বরিশালের হয়ে মাঠ মাতাবেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার।
জানা গেছে, আগামী ২১ ফেব্রম্নয়ারি বাংলাদেশে আসবেন প্রোটিয়া মারকুটে এই ব্যাটার। তাকে দলে নেওয়ার সংবাদটি আগেই জানিয়েছিল বরিশাল। মূলত পেস্ন-অফের ম্যাচগুলোতে খেলার কথা প্রোটিয়া এই ব্যাটারের।
চলতি আসরে ১০ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে তামিমের দল। পেস্ন-অফে ওঠার সমীকরণে অনেকটাই এগিয়ে তারা।