শেষ আটে খেলতে ক্লাবগুলোর দেড় মাসের অপেক্ষা!

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলের গ্রম্নপ পর্ব শেষ হয়েছে ১৩ ফেব্রম্নয়ারি। এরই মধ্যে চূড়ান্তও হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। তিন গ্রম্নপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ মিলে ৬ দল ও ৩ গ্রম্নপের সেরা দু'টি তৃতীয় স্থানে থাকা দল খেলছে কোয়ার্টার ফাইনালে। তবে এখনই শেষ আটে নামতে পারছে না দলগুলো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামতে তাদের অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস! কোনো টুর্নামেন্টে এত দীর্ঘ সময়ের বিরতি পড়লে দর্শকরা তো আগ্রহ হারায় বটেই, ক্লাবগুলোও খেলার ধারাবাহিকতা হারায়। চলতি মৌসুমে এমনিতেই ফেডারেশন কাপে সপ্তাহে মাত্র একদিন করে খেলা রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতি সপ্তাহের মঙ্গলবার মাঠে থাকে ফেডারেশন কাপ। যে কারণে গ্রম্নপ পর্ব শেষ হতেই লম্বা সময় লেগে গেছে। এর মাঝে আবার পড়েছে প্রায় দেড় মাসের বিরতি। এর কারণ আগামী ২৪ ফেব্রম্নয়ারি শেষ হয়ে যাবে লিগের প্রথম পর্ব। ২৫ ফেব্রম্নয়ারি থেকে শুরু হবে মধ্যবর্তী দলবদল। যেটি চলবে ২৩ মার্চ পর্যন্ত। মাঝে জাতীয় দলের ক্যাম্প নিয়ে ব্যস্ত থাকবেন বিভিন্ন ক্লাব থেকে ডাক পাওয়া ফুটবলাররা। ২১ ও ২৬ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের দু'টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর ২৯ মার্চ থেকে আবার মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। ২ এপ্রিল থেকে শুরু হবে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের খেলা। ৪ ম্যাচ শেষ হতে হতে লেগে যাবে পুরো এপ্রিল। কারণ টুর্নামেন্টের গ্রম্নপ পর্ব থেকে শুরু করে সব ম্যাচই হবে সপ্তাহের একদিন (মঙ্গলবার)। দু'টি সেমিফাইনাল হবে মে মাসে। ২১ মে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ফেডারেশন কাপের। গত বছর ২৬ ডিসেম্বর শুরু হয়েছিল ফেডারেশন কাপের গ্রম্নপ পর্ব। এক টুর্নামেন্ট শেষ হতেই প্রায় ৫ মাস সময় লেগে যাবে। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে দু'টি ভেনু্যতে। এর মধ্যে প্রথম তিন ম্যাচ হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। পরের ম্যাচটি হবে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে। শেষ আটের লড়াইয়ে আগামী ২ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে শেখ রাসেল ক্রীড়াচক্র। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটি হবে ১৬ এপ্রিল। যেখানে শক্তিধর বসুন্ধরা কিংস খেলবে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ৩০ এপ্রিল বর্তমান রানার্স আপ ঢাকা আবাহনীর মুখোমুখি হবে ফর্টিস এফসি।