বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে শিরিন ১৩তম

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে শিরিন ১৩তম

এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ১৩তম হয়েছেন বাংলাদেশের দ্রম্নততম মানবী শিরিন আক্তার। রোববার ইরানের তেহরানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৬০ মিটার স্প্রিন্টে ৭.৮৬ সেকেন্ড সময় নেন তিনি। ফাইনালে উঠতে না পারায় খানিকটা আফসোস শিরিনের কণ্ঠে, 'গত আসরে সেমিফাইনাল ছিল। এবার সরাসরি ফাইনাল থাকায় বাদ পড়ে গেলাম। সেমিফাইনাল থাকলে আবার খেলার সুযোগ পেতাম। তবে টাইমিং এবং অংশ নিতে পারায় সন্তুষ্ট।'

তবে ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে শিরিনের। নারীদের ইভেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে সকালে আর পুরুষদের বিকালে। নারীদের ইভেন্টের সময় কোনো পুরুষ গ্যালারিতেও থাকতে পারেন না। ইরানের তেহরান থেকে বাংলাদেশের দ্রম্নততম মানবী বলেন, 'এটা আসলে আমাদের ভিন্ন এক ধরনের অভিজ্ঞতা। নারীদের ইভেন্টের সবকিছুই নারীরা করছেন- ফটো ফিনিশিং, জাজিং থেকে শুরু করে সবকিছুর তত্ত্বাবধায়ক নারীরা। কোনো পুরুষ থাকেন না নারীদের ইভেন্টের সময়।'

জানা গেছে, তেহরানে চলমান এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে মেয়েদের ইভেন্টের সময় তাদের পুরুষ কোচ ও কর্মকর্তারা স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে