সার্ভিসেস কুস্তি

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দেশের বিভিন্ন বাহিনীর শতাধিক কুস্তিগীরদের অংশগ্রহণে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা। শেখ রাসেল রোলার স্কেটিং কমপেস্নক্সে তিন দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুই বিভাগে ১০টি করে ওজন শ্রেণিতে লড়ছেন সার্ভিসেস দলের কুস্তিগীররা। ওজন শ্রেণিগুলো হলো- পুরুষ বিভাগে ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৭৯, ৮৬, ৯২ ৯৭ ও ১২৫ কেজি এবং মেয়েদের বিভাগে ৫০, ৫৩, ৫৫, ৫৭, ৫৯, ৬২, ৬৫, ৬৮, ৭২ ও ৭৬ কেজি। উদ্বোধনী দিনে স্বর্নপদক জিতেছেন আনসারের মিম ও রুপালী এবং সেনাবাহিনীর পৃথী রানী দাস। রোববার শেখ রাসেল রোলার স্কেটিং কমপেক্সে মেয়েদের চারটি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ৫০ কেজি ওজন শ্রেণীতে আনসারের স্মৃতি আক্তারকে হারিয়ে সেনাবাহিনীর পৃথী রানী দাস, ৫৩ কেজিতে সেনাবাহিনীর ফারহানাকে হারিয়ে আনসারের মিম,  ৫৫ কেজিতে সেনাবাহিনীর রিমিকে হারিয়ে আনসারের স্বপ্না এবং ৫৭ কেজি ওজন শ্রেনীতে সেনাবাহিনীর সুমাইয়াকে হারিয়ে স্বর্ণ জিতে নেন আনসারের রুপালী।