ম্যানসিটি-চেলসির রোমাঞ্চকর লড়াই

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লম্বা সময় ব্যবধান ধরে রাখল চেলসি। আশা জাগাল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু একের পর এক আক্রমণের সুফল ঠিকই পেল ম্যানচেস্টার সিটি। রদ্রির গোলে হার এড়াল পেপ গার্দিওলার দল। দুই দলের রোমাঞ্চকর লড়াই শেষ হলো সমতায়। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি। নিজেদেরই সাবেক খেলোয়াড় রাহিম স্টার্লিংয়ে গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল তারা। দুই দলের আগের ম্যাচ শেষ হয়েছিল ৪-৪ সমতায়। এবারও হলো ড্র। আরেকটু হলেই ঘরের মাঠে ১৫ মাস পর হার দেখতে বসেছিল ম্যানসিটি। সিটিজেনদের ড্রয়ে শিরোপা লড়াইয়ে লাভ হয়েছে লিভারপুল ও আর্সেনালের। আর এই ড্রয়ে শিরোপা ভাগ্য আর ম্যানসিটির হাতে থাকল না। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল দলটি। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল। শিরোপাভাগ্য চলে এলো ইয়ুর্গেন ক্লপের দলটির হাতে। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা আর্সেনালও লড়াইয়ে থাকল প্রবলভাবে। আর ২৫ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান দশম। ১২ ম্যাচ ধরেই জয়ের ধারা অব্যাহত ছিল ম্যানসিটির। সেই ধারায় ছেদ ঘটল এই ড্রয়ে।